বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে শ্যামনগরে বনজীবীদের মাঝে উপকরণ বিতরণ

রণজিৎ বর্মণ শ্যামনগর, সাতক্ষীরা থেকে

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ওয়াইল্ডটিমের আয়োজনে মুন্সিগঞ্জ সুশিলন টাইগার পয়েন্টে সুন্দরবনের উপর বনজীবীদের নির্ভরশীলতা কমিয়ে বনজীবীদের আয়সৃষ্টিমূলক কাজে যুক্ত করতে উপজেলার মিরগাং, গোলাখালী, মুন্সিগঞ্জসহ অন্যান্য এলাকার ৯জন বনজীবী নারী পুরুষের মাঝে উপকরণ বিতরণ করা হয়।

????????????????????????????????????

উপকরণ বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মোড়ল। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক ও শিক্ষক রণজিৎ বর্মণ, সিএমসির কোষাধ্যক্ষ ও প্রশিক্ষক জি এম ফরিদুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বনজীবী লক্ষ্মী রানী, সিরাজুল ইসলাম, বাঘ বিধবা মরিয়ম বেগম প্রমুখ। উপকরণ বিতরণের পূর্বে বনজীবীদের প্রশিক্ষণ প্রদান করা হয়।

জানা যায়, ৬জন বনজীবীকে ৫০টি করে দেশী হাঁস, ২জনকে ৫০টি করে দেশী মুরিগ ও হাঁস-মুরগির খাবার, পানির পাত্র এবং ১জনকে ২৫৩ কেজি মনোসেক্স তেলাপিয়ে মাছ, মাছের খাবার, ৯ হাজার মাছের পোনা বিতরণ করা হয়।

happy wheels 2

Comments