নগর দারিদ্র-জলবায়ু সক্ষমতা এবং নগর সুশাসন শীষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
ঢাকা থেকে ফেরদৌস আহমেদ উজ্জল
নগর দারিদ্র ও জলবায়ু সক্ষমতা এবং নগর সুশাসন ও দারিদ্র দূরীকরণ শীর্ষক দুটি প্রশিক্ষণ গত ৮ থেকে ১১ ডিসেম্বর ২০১৯ বারসিক’র উদ্যোগে ঢাকার লালমাটিয়ায় অবস্থিত বারসিক’র ঢাকা কার্যালয়ের ট্রেনিং রুমে অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী, সাতক্ষীরা ও ঢাকা থেকে ১৫ জন অংশগ্রহণকারী প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। ৪ দিনব্যাপী প্রশিক্ষণে জলবায়ু পরিবর্তন ও দরিদ্র জনগোষ্ঠীর উপর প্রভাব, দুর্যোগ সক্ষমতা নিয়ে চলমান কাজের অভিজ্ঞতা বিনিময়, নগর দারিদ্র ও উন্নয়ন দক্ষতা, নগরের নিম্ন আয়ের মানুষের জীবন জীবিকা, অধিকার ও আন্দোলন, উন্নয়ন উদ্যোগ ও মনিটরিং, নগর দারিদ্রদের জন্য কর্মপরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে সেশন অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণের শুরুতে শুভেচ্ছা ও স্বাগত জানান বারসিক’র নির্বাহী পরিচালক সুকান্ত সেন। বিভিন্ন সেশনে সহায়কের ভূমিকা পালন করেন পরিবেশ অধিদপ্তরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ও পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা’র) সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. আব্দুস সোবহান, কোয়ালিশন ফর আরবান পুওর (কাপ) এর নির্বাহী পরিচালক খন্দকার রেবেকা সান-ইয়াট, বারসিক’র পরিচালক পাভেল পার্থ, ক্যাপাসিটি বিল্ডিং বিশেষজ্ঞ আবু রাকিব, পরিচালক সৈয়দ আলী বিশ^াস। প্রশিক্ষণে বিভিন্ন বিষয়ে উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়ক মো. জাহাঙ্গীর আলম, সহযোগী প্রকল্প সমন্বয় ফেরদৌস আহমেদ উজ্জল, সহযোগী কর্মসূচী কর্মকর্তা সুদিপ্তা কর্মকার, মো: আসাদ উল হক, তহুরা খাতুন লিলি প্রমূখ।
সুকান্ত সেন বলেন, ‘নগর দারিদ্রদের নিয়ে আমরা কাজ শুরু করেছি। এ কাজকে আরো মানুষের কাছে নিয়ে যেতে হবে। দরিদ্র মানুষের জন্যও রাষ্ট্রের নানামূখী উদ্যোগ ও প্রচেষ্টা রয়েছে সেগুলোর সাথে তাদের সংযোগ ঘটাতে হবে। জলবায়ু পরিবর্তন বিষয়টিকেও তাদের সামনে তুলে ধরতে হবে। তাদের আবাসন অধিকারের প্রশ্নটি বড় করে সামনে তুলে ধরতে হবে।’
প্রকৌশলী আব্দুস সোবহান বলেন, ‘শহরে প্রায় ৪০ লাখের অধিক নিম্ন আয়ের। এখানে যেমন বস্তিবাসী রয়েছে তেমনি রয়েছে ভাসমান, ঝুপড়িবাসী। কিন্তু এই নিম্ন আয়ের মানুষদের যাবার কোন জায়গা নেই। সরকার নানা রকম মেগা প্রকল্প গ্রহণ করছে কিন্তু জলবায়ু পরিবর্তনের প্রভাবে যে এ বিপুল সংখ্যক মানুষ ভুক্তভোগী তা সামনে এনে তাদের জন্য কোন দৃশ্যমান উদ্যোগ গ্রহণ করছে না।’ তিনি সরকারের সরকারের সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়কে বস্তিবাসীদের শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, নিরাপত্তাসহ যাবতীয় বিষয়ে অবহিতকরণ করা সহ তাদেরকে উদ্যোগ গ্রহণের জন্য চিঠি, স্মারকলিপি, এডভোকেসী করার জন্য আহবান জানান।
ঢাকায় বস্তি অঞ্চলের কাজের উপস্থাপন করেন ফেরদৌস আহমেদ উজ্জল ও সুদিপ্তা কর্মকার। এ কাজের অগ্রগতি, সমস্যা ও চেলেঞ্জ নিয়ে আলোচনা করেন প্রশিক্ষণার্থীরা। তারপর রাজশাহী ও সাতক্ষীরার কাজের অগ্রগতিও তুলে ধরা হয়।
পরবর্তীতে বিভিন্ন সেশনে জলবায়ু পরিবর্তন, নগর সুশানসন ও দারিদ্র দূরীকরণ নিয়েও সেশন অনুষ্ঠিত হয়। শেষ দিনে নগর দারিদ্র অঞ্চলের জন্য কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। মো: জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় ঢাকা, রাজশাহী ও সাতক্ষীরা অঞ্চলের অভিজ্ঞতা থেকে একটি সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। প্রশিক্ষণ থেকে আগামী দিনে আরো বেশি জনসম্পৃৃক্ত করে নগর দারিদ্র বিষয়টি নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।