জলবায়ু পরিবর্তনে দায়ি দেশগুলোর প্রতি শিক্ষার্থীদের ‘লাল কার্ড’ প্রদর্শন

রাজশাহী থেকে অমৃত সরকার
রাজশাহী জেলার তানোর উপজেলার প্রাণপুর উচ্চ বালিকা বিদ্যালয় ও বারসিক’র আয়োজনে সম্প্রতি জলবায়ু ন্যায্যতার দাবিতে স্কুল ধর্মঘট অনষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের জন্য দায়ি দেশগুলোকে লালকার্ড প্রদর্শনের মাধ্যমে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।


জলবায়ু পরিবর্তনের ফলে বরেন্দ্র অঞ্চলের পাতালের পানি দিন দিন নিচে নেমে যাচ্ছে, ফুরিয়ে যাচ্ছে পাতাল পানির রিচার্জ। বৃষ্টিহীনতা দেখা দিচ্ছে ফলে প্রান্তিক মানুষ আজ পানির জন্য নিদারুণ সংকটে পড়েছে। ফসল চাষের ক্ষেত্রে পানির জন্য কৃষকরা করছে হাহাকার। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব আজ বরেন্দ্র অঞ্চলে প্রকট। যদিও এই জলবায়ু পরিবর্তনের জন্য দায়ি নয় এই অঞ্চলের মানুষ। তাই ছাত্রীদের মধ্য সচেতনতা তৈরি জন্য এবং জলবায়ু পরিবর্তনের জন্য দায়ি দেশগুলোর প্রতি জলবায়ু পরিবর্তন মেকাবেলায় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে ৯৫ জন ছাত্রী একত্রিত হয়ে লালকার্ড প্রদর্শন করে দায়ি দেশগুলোকে সতর্ক করেন।


এ বিষয়ে ৮ম শ্রেণীর ছাত্রী মোঃ বলেন, ‘জলবায়ুর পরিবর্তনের জন্যই আমাদের বরেন্দ্র অঞ্চলে পানির সমস্যা প্রকট হচ্ছে, আমরা এর সুষ্ঠ ব্যবস্থা চাই। আমরা আগামীর জন্য পানি চাই। জলবায়ুর মাত্রতিরিক্ত পরিবর্তন বন্ধ করতে হবে।’
উক্ত অনুষ্ঠান সম্পর্কে প্রাণপুর উচ্চ বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোসাঃ বলেন, ‘আমরা জলবায়ু পরিবর্তনে দায়ি না হয়েও এর ক্ষতির ভাগ সব থেকে বেশি হচ্ছে আমাদের দেশে। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে জলবায়ুর সুবিচার দাবি করছি। বাংলাদেশ রির্সোস সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজ (বারসিক) গবেষণা প্রতিষ্ঠানটির কর্মসুচি কর্মকর্তা বলেন, ‘জলবায়ু পরিবর্তন মোকাবেলায় এখনই পদক্ষেপ না নিলে বরেন্দ্র অঞ্চলসহ আমাদের দেশে নানাবিধ সমস্যা দেখা দিবে। বরেন্দ্র অঞ্চলে পানির সমস্য আরো বেশি প্রকট হবে।’

happy wheels 2

Comments