সাম্প্রতিক পোস্ট

বিজয়ের আনন্দে ঘোড়দৌড় প্রতিযোগিতা

অসীম কুমার সরকার, তানোর (রাজশাহী) থেকে

মহান বিজয় দিবস উপলক্ষে রাজশাহীর তানোরে দুইদিনব্যাপী ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার কলমা ইউনিয়নের দরগাডাঙ্গা বাজার সংলগ্ন মাঠে এই প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় রাজশাহী বিভাগের বিভিন্ন অঞ্চল থেকে মোট ৬০টি ঘোড়া নিয়ে প্রতিযোগীরা অংশ নেন। এসব ঘোড়ার রয়েছে নানা নাম- ময়না, বাংলা সুলতান, নিহাত বাংলা প্রভৃতি। ঘোড়ার সওয়ার হিসেবে ছিলো বিভিন্ন বয়সের শিশু।

প্রতিযোগিতায় তিনটি ক্যাটাগরিতে নয়জন ঘোড়ার মালিককে পুরস্কৃত করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী।

TANORE (RAJSHAHI) GORDOR NEWS 18.12.2019 PHOTO

সমাজসেবক আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাংসদ স্ত্রী পারুল চৌধুরী, জেলা আওয়ামী লীগের সদ্য বিদায়ী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান চঞ্চল, গোদাগাড়ী উপজেলার কাকনহাট পৌর মেয়র আব্দুল মজিদ মাস্টার, বাগমারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাকিরুল ইসলাম সান্টু, জেলা মহিলা আওয়ামী লীগ নেতা মর্জিনা পারভীন, তানোর উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, গোদাগাড়ী উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, কলমা ইউপি চেয়ারম্যান মাইনুল ইসলাম স্বপন, সমাজসেবক নাজিম উদ্দিন সরদার প্রমুখ।

ঐতিহ্যবাহী এই ঘোড়দৌড় উপভোগ করতে তানোর ও আশপাশের উপজেলা থেকে কয়েক হাজার মানুষের সমাগম ঘটে।

happy wheels 2

Comments