সাম্প্রতিক পোস্ট

তরুণেরা ইচ্ছা করলে একটি সুন্দর সমাজ গড়তে পারে

রাজশাহী থেকে ব্রজেন্দ্রনাথ ও মোসাঃ সুলতানা খাতুন

রাজশাহীর তরুণ স্বেচ্ছাসেবী সংগঠন ‘সূর্যকিরণ বাংলাদেশ’ ও রাজশাহীর পবা উপজেলার দর্শন পাড়া ইউনিয়নের বিলনেপাল পাড়া গ্রামের ‘বিলনেপাল পাড়া তরুন স্বপ্নযাত্রা’ সংগঠনের সদস্যদের যৌথ উদ্যোগে সম্প্রতি দর্শনপাড়া ইউনিয়নের মানুষদের ব্লাড গ্রুপিং এর বিষয়ে সচেতনতার লক্ষ্যে ‘ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন’ অনুষ্ঠিত হয়েছে।


বিলনেপাল পাড়া তরুন স্বপ্ন যাত্রা সংগঠনের সভাপতি মোঃ জীবনও সূর্যকিরণ বাংলাদেশ সংগঠনটির সভাপতি মোঃ শাইখ তাসনীম জামাল বলেন, ‘এই ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনে ৩০০ জন নারী ও পুরুষ ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়েছে। এর মাধ্যমে ৩০০জন মানুষ ব্লাড গ্রুপ নির্ণয়ের গুরুত্ব সর্ম্পকে জানতে পেরেছেন এবং তাদের মাধ্যমে এলাকার আরো ১০০০ জন মানুষ ব্লাড গ্রুপ নির্ণয় সর্ম্পকে সচেতন হবেন।’ তিনি আরও বলেন, ‘আমি মনে করি সকল এলাকার তরুণেরা তাদের গ্রাম, সমাজ এবং এলাকার উন্নয়নে একটু হাত বাড়িয়ে দিলে আমরা একটি সুন্দর সমাজ ও দেশ গড়তে পারবো।’


অন্যদিকে বিলনেপাল পাড়া গ্রামের প্রবীণ ডঃ আঃ খালেক বলেন, ‘আজকের এই ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইনটিতে ৪টি গ্রামের মানুষ অংশগ্রহণ করেছেন। গ্রামগুলো হলো বিলনেপাল পাড়া, বিলধর্মপুর, সুন্দরপুর এবং ৪ নদীকান্দা। তাতে দেখা গেছে, ১৩৫ জন পুরুষ ও ১৬৫ জন নারীসহ মোট ৩০০জন মানুষ ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়েছে। এই ক্যাম্পেইনের মাধ্যমে গ্রামের নারী ও পুরুষেরা সহজে তাদের বাড়ির কাজ কর্মগুলো শেষ করে তারা নিজেদের ব্লাড গ্রুপ নির্ণয় করতে পেরেছেন। তাই আমি মনে করি আজকের তরুণদের এই সমাজ সেবামূলক কাজগুলো দেখেই সামনের দিকে এগিয়ে যাবে আগামী দিনের তরুণেরা। তাই আমরা সবাই মিলে এগিয়ে আসি রক্তের গ্রুপ নির্ণয়ে সচেতন করি এবং নিজেই রক্তদান করি এবং অপরকে রক্তদানে সচেতনতা সৃষ্টি করি ও স্থায়িত্বশীল সমাজ ব্যবস্থা গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখি।’

উল্লেখ্য, ‘সূর্যকিরণ বাংলাদেশ’ একটি শান্তিপূর্ণ সচেতন সমাজ গড়তে এবং আলোকিত আর্দশবান মানবিক জাতিতে পরিণত করার প্রত্যয়ে একদল স্বদেশপ্রেমী এটি প্রতিষ্ঠা করেন। সূর্যকিরণ একটি সমাজ কল্যাণমূলক অরাজনৈতিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন। এই সংগঠনের উদ্দেশ্য হচ্ছে, শান্তি পূর্ণ সচেতন সমাজ ব্যবস্থা গড়ে তোলা, প্রাণবৈচিত্র্য সংরক্ষণ ও প্রাকৃতিক পরিবেশ রক্ষা করা এবং সমাজের সুবিধা বঞ্চিত মানুষের সহায়তা করা। অন্যদিকে ‘বিলনেপালপাড়া তরুণ স্বপ্ন যাত্রা’ সংগঠনটি গ্রাম এবং এলাকার জনসচেতনতামূলক নানামূখীকাজ গুলোতে গ্রামের মানুষদের স্বেচ্ছায় শ্রম দিয়ে সহায়তা করে থাকে।

happy wheels 2

Comments