ভাষা ও সাংস্কৃতিক বৈচিত্র্য সংরক্ষণের প্রত্যয়
মানিকগঞ্জ থেকে মো. নজরুল ইসলাম ও সামায়েল হাসদা
‘মনের রঙে রঙিন করি নিজ আঙিনা, মাতৃভাষায় চাষ হোক জ্ঞানের দরিয়া’ মহান ভাষা শহীদের স্মরণে বহুত্ববাদী সমাজ বিনির্মাণে বারসিক, দিশারি,ক্লীন মানিকগঞ্জ, সেভ দা ন্যাচার ও ইয়ুথ গ্রীন ক্লাবের আয়োজনে গতকাল আল্পনা অংকন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল রায় এর সভাপতিত্ব বক্তব্য রাখেন মানিকগঞ্জ পৌরসভার মেয়র মো. রমজান আলী, হিউম্যান রাইটস ফোরাম এর জেলা সভাপতি এ্যাড. দিপক কুমার ঘোষ, দিশারি ক্লাবের উপদেষ্টা সাংবাদিক জাহাঙ্গীর আলম বিশ্বাস, পৌর কাউন্সিলর আবু মো. নাহিদ, বারসিক প্রোগ্রাম অফিসার রাশেদা আক্তার, দিশারি সভাপতি হাসান শিকদার, ক্লীন মানিকগঞ্জের সভাপতি প্রভাষক আরশেদ আলী, সেভ দা ন্যাচার এর সভাপতি এ্যাডভোকেট এমদাদুল হক, ইয়ুথ গ্রীন ক্লাবের সভাপতি মিজানুল রহমান হৃদয় প্রমুখ।
এছাড়াও সংহতি জ্ঞাপন করেন মুকুল নৃত্য কলা একাডেমির প্রধান সমন্বয়ক মো. মুকুল হোসেন ও তার সদস্যরা। বক্তারা ভাষা আন্দোলনে মানিকগঞ্জের অবদান তুলে ধরেন। সর্বস্তরের মাতৃভাষার ব্যবহার বাড়াতে সরকার ও নাগরিকদের আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানান তারা।