ভাষা দিবসে চিত্রাঙ্কনে শিশুমনে সৃষ্টি হোক সৃজনশীলতা

মানিকগঞ্জ থেকে কমল চন্দ্র দত্ত ও মো. নজরুল ইসলাম

‘ভাষাবৈচিত্র্য সংরক্ষণ করি, মাতৃভাষায় বিশ্ব ছবি আঁকি” এই ধরনের স্লোগানকে ধারণ করে বারসিক ও স্থানীয় সংগঠন কাটিগ্রাম নারী উন্নয়ন সমিতির আয়োজনে সম্প্রতি মহান ভাষা দিবসে শহীদের প্রতি শ্রদ্ধা রেখে শিশু কিশোরদের জন্য চিত্রাংকন আবৃত্তি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি সুবর্ণা মণি দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক স্বরস্বতী মণি দাসের সঞ্চালনায় মহান ভাষা দিবসে ভাষা আন্দোলনে মানিকগঞ্জ জেলার অবদান ও প্রথম ভাষা শহীদ মোহাম্মদ রফিক এর জীবন কর্ম নিয়ে ধারণাপত্র পাঠ করেন বারসিক’র কর্মকর্তা কমল চন্দ্র দত্ত।

চিত্রাঙ্কন ও আবৃত্তি অনুষ্ঠানর আরও আলোচনা করেন বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল রায়, স্থানীয় মাতব্বর গোবিন্দ মণি দাস প্রমুখ। এছাড়াও প্রভাতফেরিতে বারসিক কর্মী ও শিশু কিশোরদের নিয়ে শহীদের স্মরণে মানিকগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়।

happy wheels 2

Comments