গাছ আমাদের পরিবেশ রক্ষা করে
রাজশাহী থেকে রিনা টুডু
গাছ লাগাবো পরিবেশ বাঁচাবো, গাছ আমাদের অনেক উপকার করে থাকে। কোনো গাছকেই, আমরা আগাছা বলে, অবহেলা করবো না, প্রাণবৈচিত্র্য রক্ষা করার দায়িত্ব আমাদের। প্রতিটি গাছ আমাদের প্রয়োজনে লাগে, গাছ থেকে বিভিন্ন ধরনের পাখি তাদের খাবার সংগ্রহ করে। পোকামাকড় তাদের খাবার সংগ্রহ করে বেঁচে থাকে। গাছ আমাদের অক্সিজেন, গাছ আমাদের ছায়া দিয়ে থাকে। দেয়,কাঠ দেয়, জালানি হিসেবে খড়ি দেয়,গাছ আমাদের উপকারি বন্ধু।
সম্প্রতি বারসিক’র সহযোগিতায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে, মাহালি পাড়া গ্রামের বাঁশ বেত উন্নয়ন সংগঠন ও গ্রামের তরুণদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানমালাই উপরোক্ত বক্তব্যটি দিয়েছেন অংশগ্রহণকারীরা।
তরুণরা এলাকার ৪৫টি পরিবারের জন্য ফলজ চারা সংগ্রহ করের। এসব চারার মধ্যে রয়েছে আম, ডালিম, বরই, পেয়ারা, লেবু, কাঠাল গাছ। চারা পেয়ে ওই এলাকার প্রতিটি পরিবার রোপণ করেন। আগাতা কিস্কু বলেন, ‘এই সংগঠনের কারণে অনেকগুলো উন্নয়নমুলক কাজ হয়েছে। যেমন কবর স্থান ঘেরার কাজ সম্পন্ন হয়, বৃক্ষ রোপণ হয়েছে। গাছ রোপণ করে পরিবেশ এর জন্য ভালো। কারণ গাছ পরিবেশ রক্ষা করে।’