সকলে মিলে গাছ লাগাই ও পরিবেশ বাঁচাই

রাজশাহী থেকে রিনা টুডু

থানতলা লাহাচালা কিশোরী সংগঠন ও মাহালি পাড়া নতুন পথে এগিয়ে যাবো কিশোরী সংগঠন ও বারসিকের উদ্যোগে জলবায়ু পরিবর্তন মোকাবিলায়, পতিত জমি এবং রাস্তার পাশে তাল বীজ রোপণ ক্যাম্পইনের আয়োজন করা হয়েছে সম্প্রতি।

সংগঠনের সদস্যরা আগে থেকে সবাই মিলে তাল বীজ গুলো সংগ্রহ ও সংরক্ষণ করে রেখেছিলেন। বীজ রোপণ করার সময় তারা স্লোগানে বলেন, ‘তাল বীজ রোপণ করেলে আমরা সবাই দুর্যোগ থেকে রক্ষা পাবো। তাই আসুন সকলে মিলে গাছ লাগাই ও পরিবেশ বাঁচাই’।’ এ সময় মোসাঃ কুলছুম বেগম,(৪৫) বলেন, ‘তাল বীজ আমরা যদি বেশি রোপণ করতে পারি তাহলে আমরা প্রাকৃতিক দূর্যোগ যেমন ব্রজপাত থেকে রক্ষা পাবো। কৃষকরাও রক্ষা পাবেন। কারণ তাঁরা মাঠে কাজ করেন।’

থানতলা লাহাচালা কিশোরী সংগঠনের, সভাপতি জিতা হাসদা বলেন, ‘আমরা সকলে উদ্যোগ নিলে আমরা জলবায়ু পরিবর্তনে মোকাবিলা করতে পারবো।’ তিনি আরও বলেন, ‘আমাদের এলাকায় যতোগুলো পতিত জায়গা ও রাস্তা আছে সেগুলোতে চেষ্টা করবো সবাই মিলে তাল বীজ রোপণ করার। এতে করে আমাদের প্রকৃতি ও পরিবেশ সুন্দর হবে এবং আমরা দুর্যোগ থেকে রক্ষা পাবো।’

happy wheels 2

Comments