পানি থাকলে বাঁচবে দেশ
হরিরামপুর থেকে মুকতার হোসেন
বারসিক’র উদ্যোগে বিশ্ব পানি দিবস উপলক্ষে নদীর পানি দূষণমুক্ত রাখা ও পানির অবচয় রোধে আলোচনা ও পদ্মা নদীর তীরে আন্থার ঘাটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে গতকাল।
এতে স্থানীয় যুব সংগঠন, কৃষক সংগঠন, ছাত্রসহ অন্যান্য পেশাজীবীর মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে কৃষকরা হরিরামপুর উপজেলার সকল খাল-বিল নদী নালা, মাইলটাল, প্রাকৃতিক জলাশয় দুষসমুক্ত রাখা। ইছামতি ও পদ্মা নদীর যে সকল কোল বা ক্যানেল রয়েছে সেগুলো পানি প্রবাহ সচল রাখার আহ্বান জানান । এছাড়া নদী রক্ষায় পরিবেশবান্ধব বৃক্ষ রোপণ, কৃষি জমিতে নদীর পানির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা পানি প্রবাহ সচল রাখতে হরিরামপুরের সকল নদীকে দখলমুক্ত রাখার আহবান জানান।
