জলবায়ু ন্যায্যতার দাবিতে নগর-দুর্গতদের মানবন্ধন

বারসিকনিউজ ডেস্ক
দিন দিন আবহাওয়ার পরিবর্তন আমাদের জীবনকে কঠিন করে দিচ্ছে। নদী ভাঙন, অতিবন্যা, আগাম বন্যা, ঘূর্ণীঝড়, জলোচ্ছ্বাস, সাইক্লোন, খরা, লবণাক্ততা ইত্যাদি নানান কারণে সব কিছু হারিয়ে আমরা গ্রাম ছাড়তে বাধ্য হচ্ছি এবং কোন মতে বেঁচে থাকোর আশায় শহরে এসে বস্তিতে উঠে ঝুঁকিপূর্ণ কাজ করে জীবিকা নির্বাহ করছি। কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে শহরে তৈরি হওয়া অতি গরম, খরা, বিরতিহীন বৃষ্টি এবং জলবদ্ধতার কারণে এই শহবে বসবাস করা কঠিন হয়ে যাচ্ছে’-

গতকাল ‘নগরের জলবায়ু উদ্বাস্তদের জলবায়ু সুবিচার এর দাবিতে বারসিক আয়োজিত মানববন্ধনে উপরোক্ত কথাটি বলেছেন বস্তিবাসী অধিকার সূরক্ষা কমিটির সভাপ্রধান হোসনে আরা বেগম রাফেজা। মোহাম্মাদপুর বস্তিবাসী অধিকার আদায় কমিটি. বালুরমাঠ আশার স্বপ্ন নারী সংগঠন, বাড়ৈইখালী তৃনমূল উন্নয়ন সংগঠন এবং বেসরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক ঢাকার হাজারীবাগ বেরিবাঁধে এই মানববন্ধন করে।

বস্তিবাসী নেতা হারুন আর রসিদের সভাপতিত্বে বাড়ৈইখালী তৃনমূল উন্নয়ন সংগঠনের সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা জলবায়ু পরিবর্তনের জন্য দায়ি না হয়েও আমরা জলবায়ুর ক্ষতিকর প্রভাবের সবচেয়ে বড় শিকার। জলবায়ু সংকট আমাদের জীবনকে গ্রাম থেকে শহরে আসতে বাধ্য করেছে। আবার এই শহরেও আমরা জলবায়ু সংকটের কারণে দিন দিন দরিদ্র থেকে আরো দরিদ্র হচ্ছি।’ তিনি আরও বলেন, ‘আমরা জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী ধনী দেশগুলোর কাছে ক্ষতিপূরণ দাবি করছি। আমাদের ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ দাবি করছি। একই সাথে তাদের বিলাসী জীবন ত্যাগ করে কার্বন নিরপেক্ষ জীবনযাপন করার জোর দাবি করছি।’

বারসিক প্রতিনিধি জাহাঙ্গীর আলম বলেন, ‘বৈশি^ক উষ্ণায়ন জন্য আমাদের মত দরিদ্র রাষ্ট্র দায়ী নয় কিন্তু ধনীদের বিলাসী জীবনযাপনের কারণে জলবায়ু দিন দিন সংকটপূর্ণ হয়ে উঠছে, যার শিকার হচ্ছে আমাদের মত দরিদ্র দেশের জনগণ। আমরা এই মানববন্ধন থেকে ধনী দেশগুলোর কাছে জলবায়ু ন্যায়বিচার ও ক্ষতিপূরণ করার জোড় দাবি করছি।’

মানববন্ধনে বারসিক প্রতিনিধি নাজমা আকতার, হেনা আক্তার রুপা, রুনা আক্তার, পূজা রানী মন্ডল এবং পাভেল পার্থ বক্তব্য রাখেন। নগরের প্রায় শতাধিক দরিদ্র নারী-পুরুষ মানববন্ধনে অংশ নিয়ে জলবায়ু সুবিচার দাবি করেন।

happy wheels 2

Comments