কলমাকান্দায় প্রাণবৈচিত্র্য ও অভিযোজন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
কলমাকান্দা নেত্রকোনা থেকে গুঞ্জন রেমা
বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক’র উদ্যোগে লেংগুরা ইউনিয়নের উত্তর লেংগুরা গ্রামের কিশোরী ক্লাব হলরুমে গতকাল ২ দিনব্যাপী প্রাণবৈচিত্র্য সংরক্ষণ এবং কমিটিনিটি ভিত্তিক জলবায়ু পরিবর্তন অভিযোজন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালায় ৫টি গ্রামের মোট ২৫ জন কৃষক, কৃষাণী ও বারসিক কর্মকর্তারা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন বারসিক’র সহযোগী সমন্বয়ক শংকর ম্রং। প্রশিক্ষণটি সঞ্চালনা করেন বারসিক’র কর্মসূচি কর্মকর্তা গুঞ্জন রেমা।
প্রশিক্ষণে প্রাণবৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের অভিযোজনের বিষয়ে আলোচনা করেন প্রশিক্ষক। তিনি জলবায়ু পরিবর্তনের সাথে পরিস্থিতি কীভাবে প্রাণবৈচিত্র্য সংরক্ষণের মাধ্যমে জনগোষ্ঠীরা মোকাবিলা করতে পারেন সেই বিষয়ের ওপর গুরুত্বারোপ করেন।