নগর তাপদাহের প্রভাব মোকাবেলায় করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঢাকা থেকে হেনা আক্তার রূপা
বারসিক’র উদ্যোগে গতকাল ২৮ মে হা-মীম মডেল স্কুলের ৯ম শ্রেণীর ২২ জন শিক্ষার্থীদের নিয়ে নগর তাপদাহের প্রভাব মোকাবেলায় করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন বারসিক’র সহযোগী সমন্বয়ক নাজমা আক্তার, সহকারী কর্মসূচী কর্মকর্তা হেনা আক্তার রূপা, কমিউনিটি ফ্যাসিলিটেটর রুনা আক্তার।


কর্মশালায় বারসিক’র সহযোগী সমন্বয়ক নাজমা আক্তার বলেন, ‘পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধির প্রক্রিয়ায় জলবায়ু পরিবর্তন ঘটছে। কোথাও বৃষ্টি কমে যাচ্ছে আবার কোথাও ঘটছে অপ্রত্যাশিত প্রবল বর্ষণ সেই সাথে খরা এবং মরুকরণ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। তাপমাত্রা বৃদ্ধির কারণে নতুন নতুন রোগ ব্যাধি মহামারী আকারে দেখা দিচ্ছে, যতদিন যাবে জলবায়ু পরিবর্তনের ফলে তাপমাত্রা ততই বাড়বে বলে আশংক্ষা করা হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘সকলকে সবুজ স্বেচ্ছাসেবক হয়ে নিজেদের এলাকার মানুষের জন্য কাজ করতে হবে যাতে আগামী দিনের জন্য আমরা কিছুটা প্রস্তুতি নিতে পারি। সবুজ স্বেচ্ছাসেবক হয়ে পরিবর্তন করে দেখাবেন এটাই আমাদের উদ্দেশ্য।’


সহকারী কর্মসূচী কর্মকর্তা হেনা আক্তার রূপা বলেন, ‘আমাদের সুস্থভাবে বেঁচে থাকতে হলে তাপমাত্রাকে নিয়ন্ত্রণে কাজ করতে হবে। জলবাযু পরিবর্তনের ফলে তীব্র তাপমাত্রার প্রভাব পড়ছে আমাদের উপর। তীব্র তাপদাহ মোকাবেলায় আমরা সবাই সবুজ স্বেচ্ছাসেবক হিসেবে কিছু কাজ করতে পারি। এসব কাজ হতে পারে, আমাদের বাড়ির আশেপাশে যতটুকু ফাকা জায়গা বা স্থান আছে সেখানো অবশ্যই গাছ লাগানো। বিশেষ প্রয়োজন ছাড়া অতিরিক্ত রোদে বের না হওয়া, ঢিলেঢালা হালকা রংয়ের পোশাক পরিধান করা ইত্যাদি।
অংশগ্রহণকারী জান্নাত আক্তার বলেন, ‘অতিরিক্ত গরমের কারণে আমাদের মনোযোগ কম থাকে এবং অনেকে রোদ বেশি থাকলে স্কুলে আসে না।


কর্মশালায় নগর তাপদাহের প্রভাব মোকাবেলায় শিক্ষার্থীরা সবুজ স্বেচ্চাসেবক হিসেবে আগামী ৬ মাসের কি ধরনের কাজ করতে চায় এবং এলাকায় সচেতনতার বৃদ্ধি করতে চায় সেই প্রস্তাবনাগুলো দলীয় কাজের মধ্য দিয়ে তুলে ধরেন।

happy wheels 2

Comments