সাতক্ষীরায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত
সাতক্ষীরা থেকে ফজলুল হক
সাতক্ষীরা সদর উপজেলার জেয়ালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার গবেষণা প্রতিষ্ঠান বারসিক সহযোগিতায় শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিম এই প্রতিযোগিতার আয়োজন করে।
প্রতিযোগিতায় ক গ্রুপে ৫ম শ্রেণীর শিক্ষার্থী হ্নদয় ১ম স্থান, রুবাইয়া ২য় ও তানিয়া সুলতানা ৩য় স্থান অধিকার করে। এছাড়া খ গ্রুপে ১ম শ্রেণীর শিক্ষার্থী সুপালী বিশ্বাস ১ম, ইমরান আলী ২য় ও মোসলেমা খাতুন ৩য় স্থান অধিকার করে।
পরে বিদ্যালয়ে সহকারি শিক্ষক কার্ত্তিক চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্টানে বক্তব্য রাখেন ওই বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. কামরুজ্জামান, বারসিকের সহযোগি কর্মসুচি কর্মকর্তা গাজী আসাদুল ইসলাম, মনিরুজ্জান ও যুব সংগঠক ফজলুল হক প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা ভাষা শহীদ ও মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিতে শিশু শিক্ষার্থীদের প্রতি আহবান জানান। প্রতিযোগিতায় বিদ্যালয়ের ৫৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।