চিত্রপটে শিশু ভাবনা ও দেশপ্রেম

মানিকগঞ্জ থেকে ঋতু রবি দাস

মুক্তিযুদ্ধের চেতনার পথ ধরি, নারীবান্ধব বহুত্ববাদী সমাজ গড়ি’ এই শ্লোগানকে সামনে রেখে সম্প্রতি (২৬-মার্চ) মানিকগঞ্জ আন্ধারমানিক গ্রামে স্বাধীনতা দিবস উপলক্ষে শিশু কিশোরদের চিত্রাঙ্কন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বারসিক’র উদ্যোগে অনুষ্ঠিত চিত্রাংকনে শিশুরা কলমের তুলিতে তাদের দেশপ্রেম ভাবনা ফুটিয়ে তুলে।

অনুষ্ঠানে আন্ধারমানিক নুরজাহানের বাড়ি সমিতির সভানেত্রী রিমা আক্তারের সভাপতিত্বে ও বারসিক প্রকল্প সহায়ক ঋতু রবি দাসের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বারসিক’র প্রোগ্রাম অফিসার নজরুল ইসলাম, ৮নং ওয়ার্ড এর কাউন্সিলর আবু মো. নাহিদ। নারী নেত্রী নুরজাহান বেগম, কিশোরী তাহিয়া আক্তার প্রমুখ।

আলোচনায় কাউন্সিলর আবু মো, নাহিদ বলেন, যে কোন সমস্যা হলে সাধ্যের মধ্যে থাকলে তা সমাধান করার চেষ্টা করবো। কারো বিধবা ভাতা, বয়স্ক ভাতা লাগলে অবশ্যই আমাকে জানাবেন। আজ এই অনুষ্ঠানে শিশুদের আঁকা ছবিগুলোতে দেশপ্রেম ফোটে উঠেছে। আমাদের সবার ভেতরে দেশপ্রেম জাগ্রত হোক।

অনুষ্ঠানে নজরুল ইসলাম শিশু কিশোরদের মধ্যে স্বাধীনতা দিবসের ধারণা দেন।।

happy wheels 2

Comments