‘আমরা বৈষম্যহীন সমাজ ও দেশ দেখতে চাই’

হরিরামপুর মানিকগঞ্জ থেকে সত্যরঞ্জন সাহা
‘বৈচিত্র্য, আন্তঃনির্ভরশীলতা, বহুত্ববাদ সমাজ বিনির্মাণে যুবকদের ভূমিকা’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে হরিরামপুর রিসোর্স সেন্টারে। হরিরামপুর উপজেলার ৫টি ইউনিয়নের যুবকদের অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কর্মশালাটি আয়োজনে সহযোগিতা করে পদ্মা পাড়েরর পাঠশালা, হরিরামপুর স্বেচ্ছাসেবক টিমের প্রতিনিধিগণ। প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি উন্নয়ন পরিষদের সভাপতি লিমা আক্তার। প্রশিক্ষণ কর্মশালায় সহায়কের দায়িত্ব পালন করেন বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল রায়, প্রোগ্রাম অফিসার সত্যরঞ্জন সাহা ও মুকতার হোসেন।


প্রশিক্ষণ কর্মশালা থেকে যুব স্বেচ্ছাসেবকগণ বৈচিত্র্য আন্তঃনির্ভরশীলতা ও বহুত্ব সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেওয়া হয়। হরিরামপুর ভেলাবাদের স্বেচ্ছাসেবক অঞ্জনা সরকার বলেন, ‘বারসিক সাথে যুক্ত হয়ে আমার জ্ঞানের দোয়ার প্রসস্থ হলো। শুধুমাত্র মানুষই নয়, সকল প্রাণ এই পৃথিবীতে ভালোভাবে বেঁচে থাকার মধ্যেই আমরা সকলে ভালো থাকতে পারি। আমাদের গ্রামকে ও দেশকে ভালোবেসে আমরা সবুজ রাখার জন্য আমরা স্বেচ্ছাসেবক টিমের সদস্যরা সম্মিলিতভাবে কাজ করব। আজকের প্রশিক্ষণের পর থেকে আমাদের দায় ও দায়িত্ববোধ বেড়ে গেল।’


পদ্মা পাড়েরর পাঠশালা পরিচালক মীর নাদিম হোসেন মূল্যায়নে বলেন, ‘আমরা যুবকগণ বৈষম্যহীন দেশ দেখতে চাই। আমাদের দেখা অন্তর থেকে দেখা, আমরা সকলে মিলে উদ্যোগ নিয়ে কাজ করছি। আমাদের স্বপ্ন সকলে মর্যাদার সাথে বসবাস যেখানে কোন বৈষম্য থাকবে না। সম্মিলিতভাবে উদ্যোগ নিয়ে আমরা সফল হতে চাই।’
হরিরামপুর যুব স্বেচ্ছাসেবক টিমের আহবায়ক শাহীন টিটু কর্ম উদ্যোগ সৃষ্টিতে বলেন, ‘আমরা প্রশিক্ষণ পেয়ে আমাদের জানা বুঝার পরিধি বৃদ্ধি পেল। আমরা আরো বেশি দায়িত্ববান হলাম। হরিরামপুরের যুব উদ্যোগে পাখি রক্ষা, বৃক্ষ রোপণ, শিক্ষা উদ্যোগ ইতিমধ্যে সফল হয়েছি। যুবকদের উদ্যোগ দেখে সমাজের লোকজন প্রসংশা করে। আমরা ভালো কাজ করি বলেই সমাজ আমাদের সুনাম হয়েছে। আমরা আরো সুসংগঠিত হয়ে সামাজিক উদ্যোগ গ্রহণের মাধ্যমে যুব সংগঠনকে শক্তিশালী করব।’


হরিরামপুর উপজেলা কৃষি উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা একে অপরের সহায়ক হিসাবে কাজ করব। বৈচিত্র্যতার মধ্য দিয়ে একে অপরের পরিপূরক হিসাবে স্ব স্ব অবস্থানে থেকে সমাজের জন্য কাজ করব। প্রকৃতির সম্পর্ক বুঝতে পালেই দায়িত্ববোধ ও সুযোগ সৃষ্টি হয়। আমরা সকলের সহযোগিতার মধ্যেই প্রাণ প্রকৃতি সবাইকে নিয়ে ভ লো থাকতে চাই।’

happy wheels 2

Comments