মানিকগঞ্জে শিশুদের চিত্রকর্ম ও আবৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত

মানিকগঞ্জ থেকে কমল চন্দ্র দত্ত ও মো. নজরুল ইসলাম

‘মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে সাংস্কৃতিক চর্চা করি, বহুত্ববাদী সমাজ গড়ি’ এই স্লোগানকে ধারণ করে দলিত ছাত্র কল্যাণ পরিষদ ও বারসিক’র যৌথ আয়োজনে আজ ১৫ আগস্ট মানিকগঞ্জ শহরস্থ স্যাক কার্যালয়ে ঐতিহাসিক জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শিশুদের সাথে চিত্রাঙ্কন, আবৃত্তি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় মানবাধিকার ফোরাম এর জেলা সভাপতি এ্যাড. দিপক কুমার ঘোষের সভাপতিত্বে ও মো. নজরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ পৌরসভার সফল সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা গাজী কামরুল হুদা সেলিম।

আলোচনায় অংশগ্রহণ করেন ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা শাখার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাড. শাখাওয়াত হোসেন খান, বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল রায়, প্রতিযোগিতার বিচারক ও উন্নয়ন কর্মী কমল চন্দ্র দত্ত, বারসিক কর্মকর্তা রাশেদা আক্তার, নিতাই চন্দ্র দাস ও সামায়েল হাসদা প্রমুখ।

happy wheels 2

Comments