সাম্প্রতিক পোস্ট

মাটির কারুকাজ করে স্বাধীনতা দিবস উদ্যাপন করলো শিশুরা

ঘিওর, মানিকগঞ্জ থেকে সুবীর কুমার সরকার

মাটির কারুকার্য ও চিত্রাঙ্কন করে স্বাধীনতা দিবস পালন করলো ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের শোলকুড়া গ্রামের শিশুরা। সম্প্রতি বারসিক’র আয়োজিত অনুষ্ঠানে ২২ জন শিশু এসব মাটির কারুকাজ ও চিত্রাঙ্কন করে। এ সময় উপস্থিত ছিলেন শিশুদের অভিভাবক ও গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অভিভাবক লিপি আক্তার বলেন, ‘শিশুদের নিয়ে এমন আয়োজন করে স্বাধীনতা দিবস পালন করাতে কোন প্রতিষ্ঠান আগে আসেনি। আমাদের শিশুরা মাটির তৈরি এমন সুন্দর জিনিস তৈরি করতে দেখে আমরা সকলে আনন্দিত।’ তিনি আরও বলেন, ‘মাটির পাত্রের ব্যবহার দিন দিন কমে আসছে যা আজকের শিশুদের কাজ দিয়ে নতুন প্রজন্মকে উৎসাহিত করবে।’

মুহাম্মদ লেবু মিয়া বলেন, ‘প্লাস্টিক জিনিসকে বর্জন করতে হবে। শিশুদের আজ দেখে আমাদের চোখ খুলে দিয়েছে।’ বারসিক’র আঞ্চলিক সমন্নয়কারী বিমল রায় বলেন, ‘মাটির তৈরি জিনিসগুলো মানিকগঞ্জ বিজয় মেলা মাঠে জাতির পিতা বঙ্গঁবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে বারসিক’র স্টলে প্রর্দশন করা হবে, যা দেখে আগামী প্রজন্ম বুঝতে পারবে মাটি দিয়ে কি কি তৈরি করা যায় এবং মাটি আমাদের কত প্রয়োজন।


অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মুন্নু নার্সিং কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মো. শরিফুল ইসলাম, সমাজসেবক আতাউর রহমান তোহা। অন্যদিকে সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে শিশুরা চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতায় অংশ নেয় প্রীতি খানম, আমেনা, তরী খান, সুমি, রাকিবুল, আলিফ, আবির, তানজীম, রাসেল সহ আরো অনেকে

happy wheels 2

Comments