শিশুদের সৃজনশীলতায় সর্বস্তরে মাতৃভাষার ব্যবহার হোক
মানিকগঞ্জ থেকে কমল চন্দ্র দত্ত ও ঋতু রবি দাস
‘সকল স্তরে মাতৃভাষা ব্যবহার করি, বহুত্ববাদী সমাজ গড়ি’-এই শ্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম রাজবংশী পাড়ায় যুবদের উদ্যোগে এবং বারসিক‘র সহযোগিতায় শিশু কিশোরদের নিয়ে পালিত হলো মহান শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। উক্ত অনুষ্ঠানে শিশু, কিশোর এবং অভিভাবকসহ মোট ৬০ জন অংশগ্রহণ করেন।
শুভেচ্ছা বক্তব্যে বারসিক কর্মকর্তা কমল চন্দ্র দত্ত ভাষা দিবস এবং শহীদ দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, ‘আমাদের মাতৃভাষা রক্ষার জন্য যারা জীবন দিয়েছেন তারাই হলেন শহীদ এবং তাদের স্মৃতি ধরে রাখতে, শ্রদ্ধা ও সম্মান জানাতেই আমরা দিবসটি পালন করি।’ বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল রায় বলেন, ‘শহীদ দিবসের তাৎপর্য সম্পর্কে শিশুদের মাঝে প্রথমেই পিতামাতারাই দায়িত্ব নিয়ে আলোচনা করা উচিত। তাহলে তাদের মধ্যে দেশপ্রেম জাগ্রত হবে। তাদের মধ্যে সচেতনতা তৈরি করতে এই দিনগুলো আপনাদের উদ্যোগে আয়োজন করতে হবে।’
অন্যদিকে এক শিক্ষার্থীর মা বাসনা রাজবংশী (৪০) বলেন, ‘এমন অনুষ্ঠান আমাদের গ্রামে কোনদিনও হয়নি, বাচ্চারা অনেক খুশি হয়েছে।’ লতা রাজবংশী (৪৫) বলেন, ‘মাঝে মাঝে এমন আয়োজন করলে আমাদের শিশুরা অনেক আনন্দ পাবে, অনেক বিষয়ে জানতে ও শিখতে পারবে।’
চিত্রাংকন প্রতিযোগিতায় মোট ৪০ জন শিশু ও কিশোর অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় বিজয়ীসহ সবাইকে পুরুষ্কৃত করা হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা এই প্রথমবারের মতো তাদের মায়েদেরই হাতে পুরস্কার গ্রহণ করে। এতে তারা খুবই আনন্দিত। অন্যদিকে মায়েরাও সন্তানদের হাতে পুরুষ্কার তুলতে পেরে গর্ববোধ করেন।