শিশুদের ভাবনায় হীরালাল সেন

ঋতু রবি দাস মানিকগঞ্জ

“চলচ্চিত্রের শিল্পরথে মানবতার গান করি,বহুত্ববাদী সমাজ গড়ি”-এই স্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রানালয়ের সহযোগিতায় সম্প্রতি মানিকগঞ্জের সদর উপজেলার বকজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে চলচ্চিত্রের প্রবাদে পুরুষ হীরালাল সেন এর ১৫৭ তম জন্মবার্ষিকীতে শিশুদের সাথে শ্রদ্ধাঞ্জলি, আর্ট ক্যাম্প ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার জ্যোতিশ^র পাল এর সভাপতিত্বে ও উন্নয়নকর্মী মো.নজরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলার জেলা প্রশাসক রেহেনা আকতার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ পৌরসভার মেয়র মো. রমজান আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সানোয়ারুল হক, মানিকগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মো. ইসরাফিল হোসেন, উদীচী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এ্যাডভোকেট দীপক কুমার ঘোষ, বাংলাদেশের জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের সভাপতি অধ্যাপক আবুল ইসলাম সিকদার, মানিকগঞ্জ পৌরসভার কাউন্সিলর আরশেদ আলী বিশ্বাস।

আলোচনায় প্রধান অতিথি বলেন, ‘কিংবদন্তী হীরালাল সেনের পূণ্যমাটিতে এসে আমরা ধন্য। এই মাটিতে আচার্য দীনেশ চন্দ্র সেন,অর্থনীতিবিদ ড. অমর্ত্য সেনসহ তাদের স্মৃতি সংরক্ষণে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।’ মেয়র বলেন, ‘ইতেমধ্য স্কুলের সামনের রাস্তা হীরালাল সেনের নামে হয়েছে। রাস্তা কার্পেটিং জন্য প্রায় দেড় কোটি টাকা বরাদ্দ হয়েছে। চলতি বছরেই কাজ শুরু হবে।’

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হীরালাল সেন সাহিত্য ও সাংস্কৃতিক সংঘের জেলা সভাপতি অধ্যাপক মনোয়ার হোসেন, শুভেচ্ছা বক্তব্য রাখেন বকজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাসমিন জাহান নিরু, বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায়, ওই বিদ্যালয়ের সাবেক সভাপতি সুনীল কুমার সুর প্রমুখ।

happy wheels 2

Comments