প্লাস্টিককে ‘না’ বলি

সাতক্ষীরার শ্যামনগর থেকে গাজী আল ইমরান

শ্যামনগরের স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও ইয়ুথ টিমের উদ্যোগে ক্লিন সাতক্ষীরা গ্রিন সাতক্ষীরা বাস্তবায়নের অংশ হিসেবে পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং নিষিদ্ধ পলিথিন বন্ধের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

received_644950236325890
সম্প্রতি শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়নের আকাশলীনা ইকো ট্যুরিজম সেন্টার চত্ত্বরে উক্ত গণস্বাক্ষর কর্মস‚চীর শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক এবং ক্লিন সাতক্ষীরা গ্রিন সাতক্ষীরা’র স্বপ্নদ্রষ্টা এস.এম মোস্তফা কামাল।

received_484543648806583
এসময় সিডিও ইয়ুথ টিমের পক্ষ থেকে জেলা প্রশাসক মহোদয়কে ক্লিন সাতক্ষীরা গ্রীন সাতক্ষীরার লোগো সম্বলিত একটি শুভেচ্ছা ঘড়ি উপহার দেন। উপহারটি তুলে দেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান, শ্যামনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফারুক হোসাইন সাগর ও বারকি’র লিয়াজোঁ অফিসার গাজী আল ইমরান।

FB_IMG_1572278227224
উক্ত গণস্বাক্ষর কর্মস‚চিতে আরও উপস্থিত ছিলেন শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আলহাজ্ব মো. নাজমুল হুদা, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জি এম আকবর কবির, সাধারণ সম্পাদক জাহিদ সুমন, শ্যামনগর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ সাকির হোসেন, বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল, গাবুরা ইউপি চেয়ারম্যান জি.এম মাসুদুল আলম, মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মোড়ল, শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি ও সিডিও নির্বাহী কমিটির সদস্য স.ম ওসমান গনী সোহাগ, সিডিও সরকারি মহাসিন ডিগ্রী কলেজ ইউনিটের সভাপতি মো. হাফিজুর রহমান, বুড়িগোয়ালিনী ইউনিটের প্রসেনজিত মন্ডল, মামুনুর রশিদ সুমন, গোপাল গাইন, মনির হোসেন, এস এম সাহেব আলী, আব্দুর রহমান প্রমুখ।

happy wheels 2

Comments