তরুণ স্বপ্নযাত্রা সংগঠনের উদ্যোগে খেঁজুর বীজ বপন
রাজশাহী থেকে সুলতানা খাতুন
সম্প্রতি বারসিক’র সহযোগিতায় তরুণ স্বপ্নযাত্রা সংগঠনের উদ্যোগে রাস্তার ধারে বৃক্ষ রোপণ, তাল বীজ বপন করা হয়েছে। তরুণ সংগঠনের সদস্যরা রাস্তার ধারে ৩০০টি খেঁজুর বীজ বপন করে।
সংগঠনের সভাপতি মোঃ শাহাদত হোসেন বলেন, ‘খেঁজুর গাছ গুলো বড়ো হলে মানুষসহ প্রাণ ও প্রকৃতির অনেক উপকার হবে। পাখিরা বাসা বাঁধবে। খেঁজুর ফল হিসাবে খাওয়া যাবে। খেঁজুর পাতা দিয়ে বিভিন্ন ধরনের পাটি তৈরি করা হয় ‘
আগামী দিনগুলোতে গ্রামের উন্নয়নের জন্য তারা বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করবেন বলে জানান। তাদের এই উদ্যোগগুলো দেখে গ্রামের বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা প্রশংসা করেছেন এবং অন্য তরুণরাও অনুপ্রাণীত হয়েছে।
উল্লেখ্য, বরেন্দ্র একটি খরাপ্রবণ অঞ্চল। বিভিন্ন অঞ্চলের মতো এ অঞ্চলেও বিভিন্ন ধরনের দূর্যোগ হয়ে থাকে। তার মধ্যে ভুমিকম্প, খরা, বজ্রপাত অন্যতম। আগের তুলনায় বর্তমানে বজ্রপাতের প্রকোপ বেড়ে চলেছে।