কাশিমাড়ীতে প্রবীণ অধিকার বিষয়ে সচেতনতা সৃষ্টিতে জারী গানের আসর অনুষ্ঠিত
সাতক্ষীরার শ্যামনগর থেকে গাজী আল ইমরান
শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের পূর্ব গোবিন্দপুর এভারগ্রীণ যুব সংঘ মাঠে এসএসটি এবং সিডিও ইয়ুথ টিম এর যৌথ আয়োজনে এবং বেসরকারি গবেষণা উন্নয়ন প্রতিষ্ঠান বারসিক’র সহযোগিতায় গতকাল প্রবীণ অধিকার বিষয়ে সচেতনতা সৃষ্টিতে জারী গানের আসর অনুষ্ঠিত হয়েছে।
এ সময় জারী গানের বয়াতি আবু দাউদ এবং তার সঙ্গীদের পরিবেশনায় প্রবীণদের অধিকার নিয়ে জারী গানের মাধ্যমে সচেতনতা সৃষ্টি করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন বয়স,শ্রেণী পেশার কয়েক শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
প্রবীণদের অধিকার, তাদের শুশ্রূষা, তাদের অধিকার থেকে বঞ্চিত করলে কি সাজা হতে পারে এসব বিষয়ে গানের মাধ্যমে সচেতন করেন বয়াতি আবু দাউদ।
এসময় উপস্থিত ছিলেন বারসিক’র প্রোগ্রাম অফিসার রামকৃষ্ণ জোয়ারদার, কাশিমাড়ী ইউনিয়ন কৃষকলীগের সভাপতি গাজী আব্দুর রাজ্জাক, বারসিক’র লিয়াজোঁ অফিসার গাজী আল ইমরান, সিডিওর কাশিমাড়ী ইউনিট সভাপতি জিএম হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, এসএসটির সভাপতি মাকসুদুর রহমান মিলন, সাধারণ সম্পাদক রাইসুল ইসলামসহ এলাকার সুশীল সমাজের মানুষ।