প্রবীণদের যত্ন ও ভালোবাসতে হবে

মানিকগঞ্জ থেকে শ্যাময়েল হাসদা ও গাজী শাহাদাত হোসেন
বিশ্ব প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে বারসিক ও আউটপাড়া কৃষক-কৃষাণী সংগঠনের যৌথ উদ্যোগে আউটপাড়া ফরমান আলীর বাড়িতে আলোচনা সভা, বৃক্ষ বিতরণ এবং বৃক্ষ রোপণ করা হয়েছে সম্প্রতি। আলোচনায় সভাপতিত্ব করেন আউটপাড়া কৃষক-কৃষাণী সংগঠনের সভাপতি জহুরা বেগম।


এসময় উপস্থিত ছিলেন বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায়, অবসর প্রাপ্ত অধ্যক্ষ মোঃ মনোয়ার হোসেন, সাবেক মেম্বার ও সভাপতি বাংলাদেশ কৃষক লীগ, বেতিলা মিতরা ইউনিয়ন মোঃ মনসুর আলী, সমাজ সেবক সামসুল ইসলাম, আব্দল জলিল, জেলা নারী উন্নয়ন কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আসমা আক্তার ও বারসিক কর্মকর্তা গাজী শাহাদাত হোসেন, শ্যাময়েল হাসদা প্রমূখ।


অনুষ্ঠানে সাবেক মেম্বর মোঃ মনসুর আলী বলেন, ‘প্রবীণ নির্যাতন দিন দিন বেড়েই চলেছে, সন্তান ও আত্মীয়দের মাধ্যমে প্রতিনিয়ত তারা শারীরিক নির্যাতনের শিকার হচ্ছেন। আমাদের অধিকার সম্পর্কে জানতে হবে। সন্তানদের পিতামাতা দেখাশোনা সহানুভূতি নয়; তাদের দায়িত্ব। আজ যারা নবীন তারাও প্রবীণ হবে। তাই সুন্দর ভবিষ্যত গড়ে তুলতে প্রবীণ নির্যাতন বন্ধ করে প্রবীণদের ভালোবাসতে হবে।’ আসমা আক্তার বলেন, ‘বাচ্চাদের যেভাবে যতœ করি তেমনি আমাদের প্রবীণ পিতামাতাকেও যত্ন করতে হবে। আমাদের বাবা-মাদের খোঁজ নিতে হবে। তাদের কি প্রয়োজন তা জানতে হবে এবং তা তাদের দিতে হবে।’


এর আগে আলোচনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বারসিক কর্মকর্তা গাজী শাহাদাত হোসেন। তিনি প্রবীণ দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, প্রবীণরা বিভিন্নভাবে শারীরিক, মানসিক ও পারিবারিক, সামাজিক বা অর্থনৈতকিভাবে নির্যাতিত হচ্ছে অবহেলিত হচ্ছে। বয়স্কদেরকে বোঝা মনে করা হয়। কিন্তু প্রবীণদের আমরা যতœ নিলে বা ভালোবাসলে বিভিন্ন দূর্যোগকালে তাদের মেধা ও দক্ষতায় দূর্যোগ মোকাবেলা করা সম্ভব। তাই আমরা নিজ পরিবার থেকেই প্রবীণদের যতœ নিবো।’
অনুষ্ঠান শেষে সকলকে একটি করে দেশীয় ফলের গাছ বিতরণ করা এবং রোপন করা হয়।

happy wheels 2

Comments