প্রবীণ প্রতিবন্ধীদের অধিকার বিষয়ে সচেতনতা সৃষ্টিতে জারী গানের আসর

সাতক্ষীরার শ্যামনগর থেকে গাজী আল ইমরান ও মফিজুর রহমান

শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে এসএসটি এবং সিডিও ইয়ুথ টিম এর আয়োজনে এবং বেসরকারি গবেষণা উন্নয়ন প্রতিষ্ঠান বারসিক’র সহযোগিতায় গতকাল প্রবীণ প্রতিবন্ধীদের অধিকার বিষয়ে সচেতনতা সৃষ্টিতে জারী গানের আসর অনুষ্ঠিত হয়েছে।

20190403_162200

এসময় জারী গানের বয়াতি আবু দাউদ এবং তার সঙ্গীদের পরিবেশনায় প্রবীণ প্রতিবন্ধীদের অধিকার নিয়ে জারী গানের মাধ্যমে সচেতনতা সৃষ্টি করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন বয়স,শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।

20190403_163931

প্রবীণ প্রতিবন্ধীদের অধিকার, তাদের শুশ্রূষা, তাদের অধিকার থেকে বঞ্চিত করলে কি সাজা হতে পারে এসব বিষয়ে গানের মাধ্যমে সচেতন করেন বয়াতি আবু দাউদ। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আবু সালেহ বাবু, বারসিক’র প্রোগ্রাম অফিসার রামকৃষ্ণ জোয়ারদার, মননজয় মন্ডল,মফিজুর রহমান, সহযোগী কর্মসূচি কর্মকর্তা বাবলু জোয়ারদার, মারুফ হোসেন মিলন, মুক্তি রানি, ফিল্ড ফ্যাসিলেটর মনিকা রানী, লিয়াজোঁ অফিসার গাজী আল ইমরান, এসএসটির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন,সিডিওর আটুলিয়া ইউনিট সাধারণ সম্পাদক রনিসহ এলাকার সুশীল সমাজের মানুষ।

happy wheels 2

Comments