সাম্প্রতিক পোস্ট

সাতক্ষীরা শহরের নিম্ন আয়ের মানুষদের সেবা করাও স্বেচ্ছাসেবী সংগঠনের দায়িত্ব

আসাদুল ইসলাম, সাতক্ষীরা

সাতক্ষীরা শহরের নিম্ন আয়ের মানুষদের জন্য স্বেচ্ছাসেবী সংগঠনদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা উপস্থিত স্বেচ্ছাসেবীরা বলেন, ‘শহরের নিম্ন আয়ের মানুষদের জন্য আসলেই কেউ ভাবে না। তারা অনেক বঞ্চিত। আমরা যারা স্বেচ্ছা সেবামূলক কাজ করি তাদের কাজগুলো যদি এই সব মানুষদের জন্য করি তাহলে অনেক ভালো হবে। আমাদের উচিত সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে। নিম্ন আয়ের জনগোষ্ঠির মধ্যে বাল্য বিয়ে বন্ধ করা। তাদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা। তাদের বসবাসের জায়গাগুলোতে পরিচ্ছন্নতা অভিযান চালানো। এই সব জনগোষ্ঠির শিশুদের শিক্ষা নিশ্চিতে কাজ করা। বিভিন্ন সেবা নিশ্চিত করাসহ সহায়তার হাত বাড়িয়ে দিতে হবে। যেন তারা সুন্দরভাবে জীবনযাপন করতে পারে।’

59969802_2338882759715518_7861534054431064064_n
গত ২৩ মে স্বেচ্ছাসেবী সংগঠন শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের আয়োজনে সাতক্ষীরায় কর্মরত ১৪টি স্বেচ্ছাসেবী সংগঠনের অংশগ্রহণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

61019695_385483222054830_8463515412213006336_n

মতবিনিময় সভায় শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সাধারণ সম্পাদক গাজী আসাদের সভাপতিত্বে ‘আমরা বন্ধু’র এসএম নাহিদ হাসান, মফিজুল ইসলাম, সাতক্ষীরা ব্লাড ফাউন্ডেশনের মঈনুল আমীন মিঠু, প্রথম আলো বন্ধু সভার জাহিদা জাহান মৌ, শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের নূরুল হুদা, জি ক্লাবে আসাউর রহমান, তরিকুল ইসলাম, বাঁধনের মারুফ হাসান, শেখ মাহানুমুন্নবী, ইয়েস সদস্য মো. আবু সাঈদ, রোভার স্কাউটের মো. ইয়াকুব আলী, বিডি ক্লিন’র শেখ মোনাজের হাসান, রুহুল, টুগো প্রতিনিধি শেখ শরীফ হাসান, মজার পাঠশালার জাহিদুর রহমান, হিমু পরিবহনের মো. শহিদ আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন, ফাহিম আহমেদ, আব্দুল্লাহ আল মামুন, মো. খালিদ হাসান, মো. জিয়াউর রহমান, মো. মামুন হোসেন, মো. কামরুজ্জামন, জুলকার নাঈম, শারাফাত হোসেন প্রমুখ।

সভায়, স্বেচ্ছাসেবী সংগঠনে প্রতিনিধিদের নিয়ে সামাজিক যোগাযোগে গ্রুপ খোলা, একে-অপরের সাহায্যে এগিয়ে আসা, প্রতি মাসে সমন্বয় মিটিং এর আয়োজন করা, এসডিজি নিয়ে আলোচনা করা, নিম্ন আয়ের মানুষদের সমস্যা সমাধানে ঐক্যবদ্ধভাবে কাজ করা, বাল্য বিবাহ রোধ, সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করা, প্রাণ সায়ের খাল রক্ষার দাবিতে কাজ করাসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত হয়।

happy wheels 2

Comments