রাজশাহীতে তরুণদের সমন্বয় সভা অনুষ্ঠিত
রাজশাহী থেকে তহুরা খাতুন লিলি
বারসিক ও বারিন্দ ট্রাক ইয়ুথ অর্গানাইজেশন ফোরামের আয়োজনে সম্প্রতি একটি সমন্বয় সভা আয়োজিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তরুণ সংগঠন নবজাগরণ ফাউন্ডেশনের সভাপতি খালিদ, সূর্যকিরণ বাংলাদেশের সভাপতি শাইখ তাসলিম জামাল, আদিবাসী ছাত্র পরিষদের সহ-সভাপতি সাবিত্রি হেমব্রম, আদিবাসী যুব পরিষদের সদস্য ও অন্যান্য সংগঠনের সদস্যবৃন্দ এবং বারসিক’র কর্মকর্তারা।
সভায় তরুণরা তাদের আগামীদিনের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন। এছাড়া সভায় যুব সম্মেলন, ইয়ুথ ম্যানেজমেন্ট সামিট এবং সমসাময়িক ইস্যু ও অন্যান্য কার্যক্রম নিয়েও আলোচনা হয়। আলোচনায় এই করোনাকালীন সময়ে তরুণরা তাদের কার্যক্রমগুলো কিভাবে সম্পাদন করবে এবং কারা কিভাবে ভূমিকা পালন করবেন সে বিষয় নিয়ে একটি প্রস্তাবনা তৈরি করা হয়।
সমন্বয় সভার আলোচনায় নবজাগরণের সভাপতি খালিদ যুব সম্মেলনের ভার্চুয়্যাল দিক নিয়ে আলোচনা করেন। সূর্যকিরণ সভাপতি শাইখ ম্যানেজমেন্ট সামিট নিয়ে বিভিন্ন পরিকল্পনা সবার সাথে সহভাগিতা করেন। এছাড়া অন্যান্য সংগঠনের সদস্যরা তাদের সমসাময়িক বিষয় ও আগামী কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা ও মতামত দেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বারসিক’র আঞ্চলিক সমন্বয়নকারী মো. শহীদুল ইসলাম।