উপকূলীয় এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
সাতক্ষীরার শ্যামনগর থেকে ওসমানগনি সোহাগ
স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও (কোস্টাল এডুকেশন ডাইভার্সিটি ইমপ্রুভমেন্ট অর্গানাইজেশন) ইয়ুথ টিম এর উদ্যোগে উপকূলীয় এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়নের কলবাড়ী বাজার সংলগ্ন সিডিও’র প্রধান কার্যালয়ে বারসিক’র সহযোগিতায় উপকূলীয় এলাকার মানুষের শতভাগ স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণের লক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
বারসিক’র লিয়াঁজো অফিসার গাজী আল ইমরানের সার্বিক তত্ত্বাবধানে উক্ত মেডিকেল ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থেকে উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ডালিম কুমার ঘরামী। এসময় তিনি সিডিও ইয়ুথ টিমের সকল কার্যক্রম দেখেন এবং তাদের সকল ভালো কাজে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।
খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতাল এর কর্তব্যরত চিকিৎসক (এমবিবিএস) নিউরো মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মুজাহিদুল ইসলাম (সাঈদ) এর নিবিড় পর্যবেক্ষণে ওই এলাকার নারী, পুরুষ, শিশু, প্রবীণ, প্রতিবন্ধী সহ ৬১ জন চিকিৎসা সেবা গ্রহণ করেন।
চিকিৎসা সেবা সম্বন্ধে ডাঃ মুজাহিদুল ইসলাম বলেন, এলাকার রোগীদের মধ্যে বয়ষ্কদের মধ্যে ব্যাথা এবং চর্মরোগ বেশি পরিমাণ দেখা গেছে। চর্মরোগের বিষয়ে তিনি বলেন, ‘লবণাক্ত পানি ব্যবহার এবং তাদের অধিকাংশ ব্যক্তির কর্মসংস্থান লবণ পানি কেন্দ্রিক হওয়ায় তাদের চর্মরোগ বেশি বলে মনে করছি।’
উক্ত মেডিকেল ক্যাম্পে আরও উপস্থিত ছিলেন বারসিক’র আঞ্চলিক সমন্বয়কারী পার্থ সারথি পাল, প্রোগ্রাম অফিসার রামকৃষ্ণ জোয়াদ্দার, বিশ্বজিৎ মন্ডল, বাবলু জোয়াদ্দার, শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি ও সিডিও ইয়ুথ টিম এর নির্বাহী কমিটির সদস্য স.ম ওসমান গনী সোহাগ, প্রসেনজিৎ মন্ডল, সরকারি মহসিন কলেজ ইউনিটের সাধারণ সম্পাদক শেখ ফয়সাল হোসেন, শ্যামনগর সদর ইউনিটের সাধারণ সম্পাদক শরিফ হোসেন, সহ-সভাপতি সোহাগ হোসেন, সদস্য কৌশিক মন্ডল, সিডিও বুড়িগোয়ালিনী ইউনিটের কোষাধ্যক্ষ মনির হোসেন, দপ্তর সম্পাদক গোপাল গাইন, নুর ইসলাম পাভেল প্রমুখ।