পদ্মপুকুরে বারসিক ‘পরিবেশ’ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

শ্যামনগর,সাতক্ষীরা থেকে ফজলুল হক

শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নে বাংলাদেশের জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দরিদ্র জনগোষ্ঠীর সক্ষতা শক্তিশালী (পরিবেশ) প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার বারসিক’র উদ্যোগে নেটজ বাংলাদেশের সহযোগিতায় পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের সভা কক্ষে সভাটি অনুষ্টিত হয়।

সভায় পরিবেশ প্রকল্পের শ্যামনগর উপজেলা সমন্বয়কারী মননজয় কুমার মণ্ডলের সঞ্চালনায় সভাটির সভাপতিত্ব করে পদ্মপুকুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আমজাদুল ইসলাম। প্রকল্প অবহিতকরণ সভায় স্বাগত বক্তব্য রাখেন বারসিক উপকূলীয় অঞ্চলের পরিচালক কৃষিবিদ এ বি এম তৌহিদুল আলম এবং সমগ্র প্রকল্প সম্পর্কে আলোচনা করেন বারসিক পরিবেশ প্রকল্পের জেলা সমন্বয়কারী মো. মাহবুর রহমান।

সভায় পদ্মপুকুর ইউনিয়নের চেয়ারম্যান আমজাদুল ইসলাম বলেন, ‘বারসিক দীর্ঘদিন ধরে কাজ করছে। বারসিকের কাজগুলো আমার ভালো লাগে। পরিবেশ সুরক্ষার ভালো কাজ করছে বলে জাতীয় পরিবেশ পদকে মনোনিত হয়েছে বারসিক। বারসিকের সকল কাজের সাথে আমিসহ আমার ইউপি সদস্যবৃন্দ পাশে থাকবে।’

সভায় আরো বক্তব্য রাখেন ইউপি সদস্য আব্দুস সবুর সানা, উত্তম কুমার, হাফিজুর রহমান, আহসান উল্লাহ, শেখ জামাল,জাহানারা খানম,আকরামা খাতুন, শুককুরী রানী,সাবেক ইউপি সদস্য আমজাদ হোসেন, সাংবাদিক শাহিন আলম ও বারসিকের পিএলডি প্রকল্পের মফিজুর রহমান, রামকৃষ্ণ জোয়ারদার। এছাড়াও প্রকল্প অবহিতকরণ সভায় উপস্থিত ছিলেন যুব স্বেচ্ছাসেবীসেবক,ইউনিয়ন উদ্যোক্তা, ইমাম,শিক্ষক,সিপিপি প্রতিনিধি সহ ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

উল্লেখ্য, বারসিক পরিবেশ প্রকল্পটি পহেলা সেপ্টেম্বর ২০২১ থেকে ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত চলমান থাকবে। বিশেষ করে শ্যামনগর উপজেলার ৪টি (বুড়িগোয়ালিনী, মুন্সিগঞ্জ,গাবুরা,পদ্মপুকুর)  ইউনিয়নে এবং আশাশুনী উপজেলার ৪ টি (আশাশুনী সদর, খাজরা, প্রতাপনগর, শ্রীউলা) ইউনিয়ে প্রকল্পের কাজ শুরু হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দরিদ্র প্রান্তিক-জনগোষ্ঠীর জলবায়ু সহিষ্ণু আয় বৃদ্ধি পাবে, অধিকার, তথ্য ও সম্পদে প্রবেশাধিকারে স্থানীয় সুশীল সমাজ শক্তিশালী হবে বলে ধারণা করা হয়।

happy wheels 2

Comments