কর্মশক্তি মানুষকে স্বনির্ভর ও দায়িত্বশীল করে
মানিকগঞ্জ থেকে আছিয়া আক্তার ও মো. নজরুল ইসলাম
‘নারী পুরুষর বৈষম্য রোধ করি,নারীবান্ধব সমাজ গড়ি’-এই স্লোগানকে সামনে রেখে বারসিক মানিকগঞ্জ জেলার সিংগাইর অঞ্চলসহ জেলার বিভিন্ন স্থানে সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় ও সচেতন শ্রেণীকে আরো দায়িত্ববান ভূমিকা পালনের লক্ষ্যে নারীবান্ধব গণতান্ত্রিক সমাজের জন্য বহুত্ববাদী সাংস্কৃতিক মানুষ বিনির্মাণে কাজ করছে নিরলসভাবে।
তারই ধারাবাহিকতায় গতকাল এই সংগঠনের উদ্যোগে মানিকগঞ্জ সিংগাইর অঞ্চলে বাইমাইল মোল্লাপাড়ায় নাসরিন বেগমের বাড়িতে বাল্য বিয়ে, নারী নির্যাতন রোধে এবং নারীর ক্ষমতায়নের লক্ষ্যে সরকারি ও বেসরকারি সেবা পাওয়ার উপায় শীর্ষক সংলাপ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
সংলাপ ও মতবিনিময় সভায় নারী নেত্রী ও উন্নয়নকর্মী জাহানারা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বায়রা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়াম্যান ও নারীনেত্রী নাসরিন বেগম। অনুষ্ঠানে আরও বক্ত্য রাখেন কৃষক নেতা আখতারুজ্জামান, বাইমাইল নারী উন্নয়ন সমবায় সমিতির সম্পাদক বাসন্তি রাণী দাস, তানিয়া আক্তার প্রমুখ।
আলোচনায় বক্তারা বলেন, ‘আমাদের দেশের সাধারণ মানুষ শুধু দরিদ্রসীমার মধ্যে নয় বরং এখনো তার জীবন ও সমাজ সম্পর্কে তার অধিকার ও চাহিদা সম্পর্কে শতভাগ সচেতন নয় এবং সচেতনতার অনেক নিম্নসীমায় আমরা বসবাস করছি। বিশেষ করে প্রান্তিক মানুষ নারী সমাজকে উন্নয়ণের মূলধারায় প্রবেশাধিকারে জন্য সরকারি ও বেসরকারিভাবে বিভিন্ন সেবা ও সামাজিক নিরাপত্তা বেস্টনীর মধ্যে আগলে রাখার চেষ্ঠা করছে।’
বক্তারা আরও বলেন, ‘আমরা শুধু বয়স্ক ভাতা, বিধরা ভাতা, মাতৃত্বকালীন ভাতা নিয়েই মাতামাতি করছি এবং বাইরেও স্বাস্থ্যগত সেবা, বিদেশে যাওয়া ও আসা বিষয়, ব্যাংকিং সেবাসহ অসংখ্য সেবা দিয়ে থাকে সরকার ও বেসরকারি সংগঠন আমাদের যতটুক প্রয়োজন সেইটুক গ্রহণ করব। অন্যের হক নষ্ট করব না কেউ করলে আমরা সাংগঠনিকভাবে মোকাবেলা করব। তবেই আমরা স্বনির্ভর ও দায়িত্ব নিয়ে সমাজে অবদান রাখতে পারব।’