আমাদের মানসিক স্বাস্থ্যের বিকাশ ঘটাতে হবে
মানিকগঞ্জ থেকে বিমল রায়
মানিকগঞ্জ স্যাক কার্যালয়ে বারসিক’র উদ্যোগে গতকাল বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে দেশব্যাপী অব্যাহত নারী নির্যাতন ও বৈষম্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ্যাডভোকেট দীপক কুমার ঘোষের সভাপতিত্বে কথা আলোচনায় বক্তব্য রাখেন সরকারি কর্মকর্তা বিকাশ মণ্ডল বাবুল ((অবঃ), সমাজকর্মী শফিকুল ইসলাম চপল, জেলা উদীচী সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মামুন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম, বাংলাদেশ শিক্ষক সমিতি,মানিকগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মজিবর রহমান, বারসিক’র আঞ্চলিক সমন্বয়কারি বিমল রায়।
আলোচনায় বক্তারা বলেন, ‘নারীর প্রতি নির্যাতন আমাদের মানসিক সমস্যা, নারীর প্রতি অবহেলা, অবজ্ঞা করা, সন্মান না দেওয়া প্রচলিত। সেখানে আঘাত করতে হবে রাষ্ট্রকে। দায়িত্ব নিয়ে সমাজের শুভশক্তিকে এগিয়ে আসতে হবে নারী সংগ্রামকে সহায়তা করার জন্য। সরকারি বিভিন্ন বিধিবিধানকে কাজে লাগিয়ে এগিয়ে চলতে হবে।‘
তারা আরও বলেন, ‘মানসিকতা পরিবর্তন ঘটাতে মানসিক স্বাস্থ্যগত বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। আগামীতে কেন নির্দিষ্ট বিষয়ে ধারাবাহিক আলোচনা অব্যাহত রেখে মানসিক উন্নতি ও নিজেদের ভিতর আরো জানাবুঝা বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়।