নারীদের পথ চলা আরো সুদৃঢ় হবে

হরিরামপুর, মানিকগঞ্জ থেকে সত্যরঞ্জন সাহা
‘জীবনের সাথে তাল মিলিয়ে আমাদের পথ চলা। সমাজে নারীদের পথ চলাকে আরো সুদৃঢ় করতে আমাদের সম্বিলিত উদ্যোগে বাহিরচর ও ভেলাবাদ কিশোরি উন্নয়ন সংগঠন গড়ে তুলেছি। আমাদের এই সংগঠনের মাধ্যমে কিশোরীরা নারীর ক্ষমতায়নে সাইকেল চালিয়ে স্কুলে যাই, বাল্য বিয়ে রোধ, নারী শিক্ষা ও স্বাস্থ্য, নারী অধিকার আদায় ও নারী পুরুষের বৈষম্য রোধ, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বৃক্ষ রোপণ করি, নারী নির্যাতন প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি এবং সমতা প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছি।’


উপরোক্ত বক্তব্যটি বাহিরচর ও ভেলাবাদ কিশোরী সংগঠনগুলোর সদস্যদের। সম্প্রতি বারসিক আয়োজিত একটি অনুষ্ঠানে তারা এসব কথা বলে। তারা আরও বলে, ‘আমরা অন্যের উপর নির্ভরশীল নই, নিজেরা সাইকেল চালিয়ে স্কুলে যাই ও প্রাইভেট পড়ি এবং পরিবারের কাজে সহায়তা করি। আমরা কিশোরীরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি। ফলে আমরা সমাজে নারীবান্ধব পরিবেশ তৈরিতে ভূমিকা রাখছি। আমাদের জীবন যুদ্ধে এগিয়ে যাওয়ার রাস্তা প্রশস্ত হবে।’


কিশোরী সংগঠনগুলোর কাজের বিষয়ে হরিরামপুরের ভেলাবাদ কিশোরী সংগঠনের সভাপতি অঞ্জনা সরকার বলেন, ‘আমরা নারীরা আয়বর্ধনমুলক উদ্যোগ গ্রহণ করে বাড়িতে শাকসবজি চাষ ও পোশাক তৈরির কাজ করছি। আমারা সমন্বিতভাবে যুবক তরুণদের সমন্বয়ে স্কুলে বন্ধুদের সাথে নারী ও কিশোরীদের সাইকেল চালানোর উৎসাহ প্রদান করে থাকি। ফলে নারীদের লেখাপড়া সহজ ও পরিবারের ব্যয় কমে।


হরিরামপুর উপজেলার বাহিরচর কিশোরী উন্নয়ন সংগঠনের সভাপতি সুমি আক্তার বলেন, ‘সংগঠন ঐক্যবদ্ধ শক্তি। আমরা কিশোরীরা নারীর ক্ষমতায়নে সম্মিলিতভাবে কাজ করছি। নারী শিক্ষার্থীর শিক্ষা উদ্যোগ ও পথচলাকে সহজ করতে আমরা নারীরা বাই সাইকেল চালাই। বাল্য বিয়ে নয় নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য লেখাপড়ার পাশাপাশি, পরিবার ও সমাজে উদাহরণ সৃষ্টি করার জন্য সম্মিলিত উদ্যোগ গ্রহণ করেছি। সংগঠনের সদস্যগণ নিজেদের শক্তিশালী সম্মিলিত উদ্যোগে কাজ করছি।’

happy wheels 2

Comments