গণহারে করোনা পরীক্ষা করে বস্তিবাসীদের কাজে ফেরাতে হবে

ঢাকা থেকে ফেরদৌস আহমেদ উজ্ঝল
গণহারে করোনা পরীক্ষা করে বস্তিবাসীদের কাজে ফেরানোর দাবি করেছেন নভেল করোনা ভাইরাস দুর্যোগ এবং নগরের নি¤œ আয়ের মানুষের টিকে থাকার কৌশল শীর্ষক আলোচনা সভা থেকে। গত ১৫ ও ১৬ সেপ্টেম্বর বারসিকের আয়োজনে বস্তিবাসী পুরুষ সদস্যদের নিয়ে কাপ মিলনায়তনে আলোচনা সভা দুটি অনুষ্ঠিত হয়।


১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন বারসিকের সহযোগী সমন্বয়ক ফেরদৌস আহমেদ উজ্জল, সহযোগী কর্মসূচি কর্মকর্তা সুদিপ্তা কর্মকার, বস্তিবাসী নেতা কুলসুম বেগম, ফয়সাল হোসেন, রমজান আলী প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ‘বস্তিবাসীরা সবচেয়ে বঞ্চিত এ সময়কালে। বস্তিবাসীরা করোনার মারাত্মভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। কিন্তু সরকার নানানভাবে সারাদেশে সহযোগিতা করেছেন বলে আমরা দেখেছি। এই বস্তিবাসীদের কর্মসংস্থানের সংকটটাই সবচেয়ে বড় সমস্যা।’


বক্তারা আরও বলেন, ‘স্বাস্থ্যবিধি মেনেই অবিলম্বে সকল বস্তিবাসীদের কাজে ফিরিয়ে নেয়ার উদ্যোগ সরকারকে নিতে হবে। বস্তিবাসীদের জীবন আছে আর তাদের বেঁচে থাকার জন্য এই মূহুর্তে কাজের কোন বিকল্প নেই।’
আলোচনা সভা থেকে সকল অংশগ্রহণকারীরা স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য শপথ গ্রহণ করেন। আলোচনা শেষে তাদের হাতে মাস্ক ও সাবান তুলে দেয়া হয়।


১৬ সেপ্টেম্বরের আলোচনা সভায় উপস্থিত ছিলেন কাপ এর নির্বাহী পরিচালনক খন্দকার রেবেকা সান ইয়াত, বাসযোগ্য ঢাকা আন্দোলনের নেতা ডা: সাজেদুল হক রুবেল, বিশিষ্ট মানবাধিকার নেতা মাসুদা ফারুক রতœ, বারসিকের সহযোগী সমন্বয়ক ফেরদৌস আহদে উজ্জল প্রমুখ।


আলোচনা সভায় বাসযোগ্য ঢাকা আন্দোলনের নেতা ডা: সাজেদুল হক রুবেল বলেন, ‘বস্তি এলাকায় মানুষজনের করোনা হয় না বলে একটা অপপ্রচার আমরা লক্ষ্য করে থাকি। কিন্তু পৃথিবীর সকল জায়গায় এই মহামারীকে কাউকেই ছাড় দেয়নি। তাই করোনা মহামারীতে বস্তিবাসীরাও ব্যাপকভাবে আক্রান্ত এটা মেনে নিতেই হবে। হয়তো তাদের শারীরিক সক্ষমতা বেশি বলে এটার প্রভাব খালি চোখে দেখা যাচ্ছেনা।’


তিনি আরও বলেন, ‘বস্তিবাসীদের সচেতনতার উপর অনেক কিছু নির্ভর করে। তাদের টিকে থাকার উপরও এই শহরের টিকে থাকা নির্ভর করে।’ তিনি সরকারের প্রতি আহবান জানিয়ে বলেন, বস্তিবাসীদের গণহারে বিনামূলে করোনা টেষ্ট করিয়ে তাদের স্ব স্ব কাজে ফিরিয়ে নিন।
খন্দকার রেবেকা সান ইয়াত বলেন, ‘বস্তিবাসীদের আক্রান্ত হওয়ার খবর ওতটা শুনা যায়না, তারমানে তাদের করোনা নেই এমন নয়। বস্তিবাসীদের নিজেদের সকল স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে।’
আলোচনা শেষে সকল অংশগ্রহণকারীরা স্বাস্থ্যবিধি মেনে চলার প্রত্যয় ব্যক্ত করেন।

happy wheels 2

Comments