সাম্প্রতিক পোস্ট

কন্যা শিশুদের জন্য সুন্দর পরিবেশ তৈরি করি

মানিকগঞ্জ থেকে মো. নজরুল ইসলাম

‘আমরা সবাইর সোচ্চার, বিশ্ব হবে সমতার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষে উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক ও জাতীয় মহিলা সংস্থার যৌথ আয়োজনে সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে গতকাল সংলাপ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


সংলাপ ও মতবিনিময় সভায় জাতীয় মহিলা সংস্থার সিংগাইর এর চেয়ারম্যান আনোয়ারা খাতুনের সভাপতিত্বে বারসিক কর্মকতা মো. নজরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষাবিদ ডা. অধ্যাপক বেনিমাধব সরকার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাঘর আসর জেলা শাখার সভাপতি অধ্যাপক জগদিশ চন্দ্র মালো, সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতোয়ার রহমান, ওই বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আব্দুর রউফ, বারসিক আঞ্চলিক সমন্বয়কারি বিমল রায়, সাংস্কৃতিক সংগঠক ও জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক শাকিল আহমেদ সনেট, বারসিক প্রকল্প সহায়ক রিনা আক্তার প্রমুখ।


মতবিনিময়ে বক্তারা বলেন, ‘লিঙ্গ বৈষম্য দূর করে জেন্ডার সমতা ও নারীর স্থায়িত্বশীল ক্ষমতায়নের লক্ষ্যে জাতিসংঘ কর্তৃক ঘোষিত আন্তর্জাতিক কন্যা শিশু দিবসের লক্ষ্য ও উদ্দেশ্য আজ অনেকটা মলিন হচ্ছে। নানাভাবে নারী নির্যাতনের ঘটনা ঘটেছে প্রতিদিন।’
তারা আরও বলেন, ‘আমরা যারা এখনো সচেতন আছি আসুন আমরা সবাই মিলে এই অপকর্ম বন্ধ করার সম্মিলিত প্রচেষ্টা চালাই। আমরা আজ শপথ করতে চাই আমাদের পরিবার ও সমাজে বাল্য বিয়ের মতো যত ধরনের নারী নির্যাতন ও সহিংসতাকে রুখে দিবো, প্রতিবাদ করবো এবং প্রতিরোধ করবো। যাতে করে আমাদের কন্যা শিশুরা বেড়ে ওঠার মতো ভালো পরিবেশ লাভ করতে পারে।’

happy wheels 2

Comments