সাম্প্রতিক পোস্ট

‘রাজশাহীর তরুণ সংগঠনের উদ্যোগ

রাজশাহী থেকে তহুরা খাতুন লিলি
রাজশাহীর তরুণ সংগঠন সামাজিক কল্যাণ সংস্থার উদ্যোগে ও বারসিক’র সহযোগিতায় নগরের প্রান্তিক মানুষের করোনা প্রতিরোধে জনসচেতনতামূলক প্রচারাভিযান ‘সবার জন্য ভ্যাকসিন’ রাজশাহীর বড়বনগ্রামএলাকায় অনুষ্ঠিত হয়েছে সম্প্রতি।

প্রচারাভিযানে সামাজিক কল্যাণ সংস্থার সভাপতি স¤্রাট আলী বলেন, ‘প্রান্তিক পর্যায়ের মানুষের সুবিধার কথা মাথায় রেখে এবং তারা যেন কোন ভোগান্তির শিকার না হয় ‘সবার জন্য ভ্যাকসিন’ নিশ্চিত করতেই আজকের এই উদ্যোগ গ্রহণ করা হয়।’

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা.এস.এম.মাসুম ফেরদৌস (ইসলামী ব্যাংক হাসপাতাল রাজশাহী)। তিনি করোনা ভ্যাকসিনের নেওয়ার ক্ষেত্রে সবাই অভয় দিয়েছেন। এ সময়ে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির রাজশাহী জেলা ইউনিটের যুব প্রধান সাদিয়া সাবা অর্চি, ইয়ুথএকশান পর সোসাইটির সেক্রেটারি মুশফিকুজ্জামান আকিব, সুলতান লিয়ন, বিমান বন্দর স্কুলের শিক্ষক আমিরুল ইসলাম রেজা ও বারসিক’র কর্মীবৃন্দ।

happy wheels 2

Comments