অনেকদিন পর এমন ভালো খাবার পেলাম
রাজশাহী থেকে তহুরা খাতুন লিলি
রাজশাহীর তরুণ সংগঠন হেল্প পিপল উদ্যোগে গত ৩ জুলাই রাজশাহীর নামোভদ্রা বস্তিতে প্রায় ৩০০ শত নারী ও পুরুষের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে। এই খাদ্যেও মধ্যে রয়েছে বিরানী এবং মৌসূমী ফল আম। করোনাকালীন এই সময়ে প্রান্তিক মানুষের মাঝে এমন সহযোগিতা এলাকায় বেশ সাড়া ফেলেছে।
এই প্রসঙ্গে সংগঠনের সভাপতি আল রাশিদ রাহি বলেন, ‘এই লকডাউনে সকলেই কাজ হারা। তাই তারা যাতে একবেলা ভালো খাবার খেতে পারে সেই লক্ষ্যে আজ সুবিধা বঞ্চিত মানুষগুলোর মুখে খাবার তুলে দেয়া হয়। আজ আইটেম একটু বেশি ছিল। খাবারের পর মিষ্টি দেওয়া হয় ও সকলকে দুটা করে আম দেওয়া হয়।’ বস্তি বসবাস করা এক বালক বলে, ‘খাবার অনেক ভালো হয়েছে, অনেকদিন পর এমন ভালো খাবার পেলাম।’
হেলপপিপল সংগঠনটি পুরো লকডাউন তাদের দুই টাকার হোটেল চালু রেখেছে। তাদের সাধ্য ও সহযোগিতা অনুযায়ী কখনও মাসে দুইবার কখনও সপ্তাহে দুইবার তাদের এই ভা¤্রমান হোটেল চালু রেখেছে যেখানে সুবিধাবঞ্চিত মানুষ একদিনের জন্য হলেও দুই টাকার বিনিময়ে বিরানী খেতে পান।
উল্লেখ্য, এই তরুণ সংগঠনের পাশে বারসিক সবসময়ই থেকেছে। বারসিক তাদেরকে নানাভাবে সহযোগিতা, উদ্বুদ্ধ এবং উৎসাহিত করে আসছে।