সাম্প্রতিক পোস্ট

ঐক্যবদ্ধ নারীর ক্ষমতায়ন বাল্য বিয়ে, নারী নির্যাতনকে রুখে দিক

মানিকগঞ্জ থেকে মো. নজরুল ইসলাম

‘নারী পুরুষে বৈষম্য হ্রাস করি, নারীবান্ধব সমাজ গড়ি।’ আজ বারসিক’রআয়োজনে বাল্য বিয়ে ও নারী নির্যাতন প্রতিরোধ সেবাদাতা প্রতিষ্ঠানের সাথে মানিকগঞ্জ সিংগাইর অঞ্চলের গোলড়া আবাসন ১ ও ২ এর কমিউনিটি পর্যায়ে সংলাপ মতবিনিময় ও বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে গোলড়া নারী উন্নয়ন সমিতির সভাপতি বেগম ছাহারা খাতুনের সভাপতিত্বে ও বারসিক প্রকল্প সহায়ক রিনা আক্তার এর সঞ্চালনায় কর্মসূচির ধারণাপত্র পাঠ করেন বারসিক প্রকল্প সহায়ক আছিয়া আক্তার।

আলোচনায় অংশগ্রহণ করেন সিংগাইর পৌরসভার সংরক্ষিত কাউন্সিলর পারুল আক্তার। সংলাপে আরো অংশগ্রহণ করেন সংগঠনের নারী নেত্রী সুফিয়া আক্তার, আয়শা খানম প্রমুখ।

সংলাপ ও মতবিনিময় বলা হয়, পারিবারিক ও সামাজিকভাবে এখন ডিজিটাল কায়দায় নারী নির্যাতন ও বাল্য বিয়ে হচ্ছে। নারীরা সংগঠিত না হলে এগুলো রোধ করা সম্ভব নয়। আসুন ঐক্যবদ্ধ হই, বেশি করে পরিবেশবান্ধব গাছ লাগাই নিজে বাঁচি, দেশকে বাঁচাই পরিবেশের ভারসাম্য রক্ষায় অবদান রাখি।

happy wheels 2

Comments