আমরাই রক্ষা করব আমাদের প্রকৃতি ও বন
সাতক্ষীরা থেকে মননজয় মন্ডল
বারসিক’র উদ্যোগে গতকাল বনায়ন সুরক্ষায় আমাদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বারসিক কর্মকর্তা মন্ডলের সঞ্চালনায় অনলাইনে যুবদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। একই সময় উক্ত প্রোগ্রাম ফেইসবুক লাইফ সম্প্রচার করা হয়।
আলোচনায় অংশ গ্রহণ করেন সিডিও ইয়ুথ টিম এর হাফিজুর রহমান, ওসমান গনি সোহাগ, আনিছুর রহমান, কবিরুল ইসলাম, শিরিন সীমা, আনিছুর রহমান মিলন ও সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিম এর ইকবাল হোসেন, প্রকাশ কুমার মন্ডল, জাহাঙ্গীর হোসেন, আলী হোসেন সোহাগ, পুজা রানী, গৌতম মন্ডল সহ অনেক যুব যোদ্ধা।
উক্ত আলোচনায় মুল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক বনায়নের প্রতিনিধি পিরামিন ইসহাক। উক্ত আলোচনা আরো গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন বারসিক এর পরিচালক এবিএম তৌহিদুল আলম, পাভেল পার্থ ও আঞ্চলিক সমন্বয়কারী পার্থ সারথী পাল।
আলোচনায় সকলেই সম্মিলিত উদ্যোগে বনায়ন সুরক্ষায় জোর দাবি তোলেন। সবাই জানান নিজেদের বাঁচার জন্য বন ও প্রকৃতিকে রক্ষা করতে হবে।