সাম্প্রতিক পোস্ট

নদীর জীবন বাঁচানোর উদ্যোগ নিন

মানিকগঞ্জ থেকে রাশেদা আক্তার

নদী বাঁচায় প্রাণ-প্রকৃতি, নদীর প্রাণ রক্ষা চায় শ্লোগানকে সামনে রেখে বারসিক ও ধলেশ্বরী নদী বাঁচাও আন্দোলন কমিটি মানিকগঞ্জ এর যৌথ আয়োজনে ধলেশ্বরী নদী খনন ও দখলমুক্ত করার দাবিতে বারসিক’র মানিকগঞ্জ কার্যালয়ে সম্প্রতি সাংবাদিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ধলেশ্বরী নদী বাঁচাও আন্দোলন কমিটি মানিকগঞ্জ এর আহবায়ক এ্যাডভোকেট আজহারুল ইসলাম আরজুর সভাপতিত্বে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

64537306_2153812984739721_7144302922912759808_n

সভায় বক্তব্য রাখেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম সারোয়ার ছানু, সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, বিশিষ্ট সাংবাদিক ও ধলেশ্বরী নদী বাঁচাও আন্দোলন কমিটির যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস, প্রথম আলোরপ প্রতিনিধি সাংবাদিক আব্দুল মোমিন, মাছরাঙা টেলিভিশনের প্রতিনিধি গাজী ওয়াজেদ আলম লাবুসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। এছাড়াও বক্তব্য রাখেন, ধলেশ্বরী নদী বাঁচাও আন্দোলন কমিটির সদস্য সচিব আব্দুল হামদি চান্দু, সদস্য আ: হানিফ, লুৎফর রহমান, অধ্যাপক আবুল ইসলাম শিকদার ও ধলেশ্বরী নদী পাড়ের কৃষক মো: ইজ্জ্বত আলী।

64529889_361164437872397_6003328973646331904_n

সভায় বক্তারা মানিকগঞ্জ জেলার ধলেশ্বরী, গাজীখালি, ইছামতি নদী খনন করে নাব্যতা ফিরিয়ে আনার জন্য প্রকল্প গ্রহণ করায় সন্তোষ প্রকাশ করে আগামী অর্থবছরের মধ্যেই এসকল নদী খননের উদ্যোগ গ্রহণ করার দাবি জানান। নদী খননের মাটি সরকারি- বেসরকারি খাতে রাজস্বের বিনিময়ে সরবরাহ করা যেতে পারে বলেও বক্তারা মতামত জানান। নদী খনন করে মাঝে মাঝে জলাধার নির্মাণ করে সারাবছর পানি সংরক্ষণের ব্যবস্থা করারও দাবিও জানান জানান তাঁরা।

64649376_2775753849105813_5141987777948155904_n

এর আগে মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন বারসিক’র আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায়। তিনি বলেন, ‘আমরা তিল্লীর মুখ থেকে ধল্যা ব্রিজ পর্যন্ত ধলেশ্বরী নদী খননের দাবি জানিয়েছি। আমরা জানতে পেরেছি এই নদী খননের জন্য বাজেট বরাদ্দ হয়েছে। প্রধানমন্ত্রীকে এজন্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে অতিসত্ত্বর নদী খননের উদ্যোগ নেয়ার দাবি জানাচ্ছি। অনেক সময় দেখা যায়, জমির টপ সয়েল ইটভাটায় নিয়ে যায়। টপ সয়েল যাতে নষ্ট না হয় এই বিষয়টিও দেখা দরকার। আজ এই সভার মাধ্যমে আপনাদের কাছে আমাদের দাবি থাকবে আপনারা আপনাদের লেখনীর মাধ্যমে এই বিষয়গুলো তুলে ধরলে সাধারণ জনগণ উপকৃত হবে।”

এছাড়াও আগামী সপ্তাহে জাতীয় নদী কমিশনের চেয়ারম্যান ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তার সাথে সাক্ষাত করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। ধলেশ্বরী নদীসহ সকল নদী খনন, দখল ও দূষণমুক্ত করার দাবিতে সকলে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

happy wheels 2

Comments