বাজারে কৃষকের জৈব শাকসবজির বিক্রয় কর্ণার তৈরি করতে হবে

মানিকগঞ্জ থেকে মো: মাসুদুর রহমান
বারসিক’র উদ্যোগে গতকাল কৃষি মন্ত্রণালয়ের অধীন মানিকগঞ্জের কৃষি বিভাগের সাথে ‘সেবা ও পরিসেবা’ বিষয়ক এক অনলাইন আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলা কৃষি উন্নয়ন কমিটির সভাপতি করম আলী মাষ্টারের সভাপত্বিতে প্রধান অতিথি হিসাবে অংশগ্রহণ করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ শাহ্জাহান আলী বিশ্বাস, জেলা বীজ প্রত্যয়ন অফিসার কৃষিবিদ রওশন আলম।


সভায় উপ-পরিচালক কৃষিবিদ শাহ্জাহান আলী বিশ্বাস বলেন, ‘আজকের আযোজন আমার কাছে খুবই ভালো লেগেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে বারসিক’র যোগযোগ আরো বাড়াতে হবে। উচ্চমূল্যের ফসল উৎপাদনে কৃষকদের আরো আগ্রহ বাড়াতে হবে। হাটে বাজারে জৈব শাকসবজি বিক্রয় কর্ণার তৈরি করতে হবে, তবেই কৃষক লাভবান হবে।’ তিনি আরও বলেন, ‘ডাল, তৈল ও মসলা জাতীয় ফসল উৎপাদনে সহজ শর্তে ঋণের বিষয়ে স্থানীয় সরকারের সুপারিশে বারসিক আমাকে তালিকা দিলে আমি ব্যাংক কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবো।’

জেলা বীজ প্রত্যয়ন অফিসার বলেন, ‘বারসিক’র মানসম্মত মসলা বীজ উৎপাদন ও এলাকা উপযোগি ধান জাত গবেষণা কার্যক্রম এবং জলবাযু পরিবর্তন ও ঝুকি মোকাবিলায় কৃষকের অভিযোজন কৌশল সরেজমিন পরিদর্শন করেছি, বারসিক’র কোন সদস্য মানসস্মত বা প্রত্যায়িত বীজ ব্যাক্তি পর্যায়ে অথবা বাণিজ্যিকভাবে উৎপাদন করতে আগ্রহী হলে মানিকগঞ্জ বীজ প্রত্যয়ন এজেন্সী এ বিষয়ে বিধি মোতাবেক সার্বিক সহযোগিতা করবে।’

সভায় ক্ষুদ্র, প্রান্তিক ও ভূমিহীন কৃষকদের সমস্যা এবং সেবা ও পরিসেবা বিযয়ে কথা বলেন মানিকগঞ্জ সদর উপজেলার কৃষি অফিসার কৃষিবিদ জনাব ইমতিয়াজ আলম, সিংগাইর উপজেলার কৃষি অফিসার কৃষিবিদ মো: টিপু সুলতান, ঘিওর উপজেলার কৃষি অফিসার কৃষিবিদ শেখ বিপুল হোসেন, হরিরামপুর উপজেলার কৃষি অফিসার কৃষিবিদ মো: আব্দুর গফ্ফার এবং উপ-সহকারী কৃষি অফিসার রতন চন্দ্র মন্ডল ও মো: ফেরদৌস হোসেন।

সভায় বক্তব্য রাখেন জেলা কৃষি উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ মো: ইমান আলী, মাসুদ বিশ^াস (কৃষক গবেষক) ইব্রাহিম মিয়া, সেলিনা বেগম, সুভাষ মন্ডল,শাহীন টিটো,হযরত আলী, শরীফ হোসেন এবং বারসিক’র পরিচালক কৃষিবিদ এবিএম তৌহিদুল, আঞ্চলিক সমন্বয়কারী বিমল রায়,প্রোগ্রাম অফিসার শিমুল কুমার বিশ^াস প্রমুখ।

happy wheels 2

Comments