মাছখোলায় ভার্মি কম্পোস্ট সার তৈরি ও ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
গাজী মাহিদা মিজান, সাতক্ষীরা থেকে
সাতক্ষীরায় নিম্ন আয়ের পরিবারের নারীদের অংশগ্রহণে ভার্মি কম্পোস্ট সার তৈরি ও ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার সদর উপজেলার মাছখোলা গ্রামে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।
এতে প্রশিক্ষণ দেন বারসিক সাতক্ষীরা রিসোর্স সেন্টারের কৃষি সহায়ক আব্দুল বারিক। প্রশিক্ষণে আরও বক্তব্য রাখেন বারসিক’র সহকারী কর্মসূচি কর্মকর্তা গাজী মাহিদা মিজান, যুব সংগঠক জাহাঙ্গীর আলম ও বেতনা নারী সংগঠনের সভাপতি আশুরা বেগম।
প্রশিক্ষণে প্রশিক্ষক আব্দুল বারিক হাতে কলমে ভার্মি কম্পোস্ট সার তৈরির কলা কৌশল প্রদর্শন করেন। বারসিক’র সহকারী কর্মসূচি কর্মকর্তা গাজী মাহিদা মিজান বলেন, ‘নিরাপদ খাদ্য উৎপাদনে ভার্মি কম্পোস্ট সার অন্যতম সহায়ক উপকরণ। নিজেরা ভার্মি কম্পোস্ট তৈরি ও ব্যবহার করে যেমন ক্ষতিকর রাসায়নিক সারের ব্যবহার থেকে দূরে থাকা যায়, তেমনি নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করা সম্ভব। ’ কর্মশালায় মাছখোলা গ্রামের ৪০ জন নারী অংশ নেন।