নারীরা স্বাবলম্বী হলে সংসারের উন্নতি হবে

মানিকগঞ্জ থেকে ঋতু রবি দাস
মানিকগঞ্জ পৌরসভাধীন বান্দুটিয়া শাইলীপাড়ায় আব্দুস সালামের বাড়িতে বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে এক সপ্তাহব্যাপী হাঁস, মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সমাপনী দিনে অংশগ্রহণকারীদের মাঝে সনদ ও সম্মানী প্রদান অনুষ্ঠানে মানিকগঞ্জ সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শামসুন্নাহারের সভাপতিত্বে ও সহকারি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো.সফিউদ্দিন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উপজেলা নির্বাহী অফিসার জ্যোতিশ্বর পাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আফরোজা আক্তার, তথ্যসেবা কর্মকর্তা খুরশীদা রহমান, বর্ণালী প্রিন্টার্সের প্রতিষ্ঠাতা ও উদ্যোক্তা শাহনাজ পারভীন,বারসিক কর্মকর্তা রাশেদা আক্তার ও মো. নজরুল ইসলাম, ঋতু রবি দাস, রুমা আক্তার প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ‘উন্নয়ন বলতে শুধু রাস্তা ঘাটের উন্নয়ন নয়। প্রকৃত উন্নয়ন হলো গ্রামীণ নারীদের অর্থনৈতিক উন্নতি এবং স্বাবলম্বী হওয়া।’ শামছুন্নাহার বলেন, ‘টাঙ্গাইলে আমাদের যুব উন্নয়ন কর্তৃক ৩ মাস মেয়াদী ড্রাইভিং প্রশিক্ষণ দেওয়া হয়। কেউ আগ্রহী হলে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদের পাঠানোর ব্যবস্থা করবো। যুব উন্নয়ন মোট ৪১ ধরনের প্রশিক্ষণ দিয়ে থাকে। সমবায়ের মাধ্যমে যদি সমিতি করতে চান সেটাও করতে পারবেন।’

অংশগ্রহণকারীদের মধ্যে অনেকেই মুরগির বাচ্চা কিনেছেন। তারা এই প্রশিক্ষণ পেয়ে অনেক উপকৃত হয়েছেন। তারা অনেক বিষয় আগে থেকেই জানতেন তবে এই প্রশিক্ষণ পাওয়াতে তারা হাঁস-মুরগির রোগগুলো সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানতে পেরেছেন।

happy wheels 2

Comments