নারীদের শ্রমের ন্যায্য মূল্য দিন

নারীদের শ্রমের ন্যায্য মূল্য দিন

রাজশাহী থেকে রিনা টুডু

বারসিক’র উদ্যোগে থানতলা গ্রামের প্রান্তিক নারীদের শ্রমের ন্যায্যমূল্য নিশ্চিতকরণে সচেতনতামূলক আলোচনা সভা করা হয়েছে সম্প্রতি। সভায় ও গ্রামের নারীরা অংশগ্রহণ করেন।

সভায় নারীরা জানান, তারা প্রচুর পরিশ্রম করেন । সকাল ৮ টার সময় কাজে বের হয়ে যান আর ৩টার সময় কাজে থেকে ফিরে আসেন। সকালে রান্নাবান্না করেই কাজে চলে যান। এতে করে বাড়িতে ছোট্ট বাচ্চা , বৃদ্ধদের সময় দিতে পারেন না। এমনকি বাড়িতে থাকা ছেলেমেয়েদের অসুখ বিসুখ হলেও তাদেরকে ছেড়ে কাজে চলে যেতে হয়। কারণ একদিন কাজ না করলে তাদের বাড়িতে রান্না বসবে না। অনাহারে থাকতে হবে।

তারা আরও জানান, সব কিছুর দাম বেড়ে যাচ্ছে কিন্তু তাদের শ্রমের মূল্য আর বাড়ছে না। তারা যে এতো শ্রম দেয়, কিন্তু তাদের কেউ মূল্য দেয় না। তারা তাদের ন্যায্য মজুরি প্রদান করার দাবি জানান। এজন্য সরকারি ও বেসরকারি সংস্থার সহযোগিতা আশা করেন।

happy wheels 2

Comments