সাতক্ষীরায় কিশোরীদের বয়োঃসন্ধিকালীন স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণে মতবিনিময় অনুষ্ঠিত

গাজী মাহিদা মিজান, সাতক্ষীরা থেকে

সাতক্ষীরায় কিশোরীদের বয়োঃসন্ধিকালীন স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি সাতক্ষীরা পৌরসভার রাজার বাগান লিচুতলায় বেসরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক ও আশার আলো কিশোরী সংগঠনের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বারসিক’র সহকারী কর্মসূচি কর্মকর্তা গাজী মাহিদা মিজান কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরে বলেন, ‘মাসিককালীন স্বাস্থ্য ব্যবস্থাপনা খুবই জরুরি। এসময় অপরিচ্ছন্ন থাকলে নানা রকম রোগ হতে পারে। আমাদের দেশে অনেক নারী প্রসাবে ইনফেকশন ও জরায়ুর মুখে ক্যান্সারে আক্রান্ত হন শুধুমাত্র মাসিক চলাকালীন অস্বাস্থ্যকর জীবনযাপনের কারণে। তাই সবার উচিত পিরিয়ডকালীন পরিচ্ছন্নতা সর্ম্পকে ভালোভাবে জানা।’
পাশাপাশি তিনি কিশোরীদের উদ্দেশ্যে আরও বলেন, ‘অনেকেই আছেন যারা ব্যবহারের পর স্যানিটারি ন্যাপকিন যত্রতত্র ফেলে দেন। কেউ কেউ আবার খুলেই সরাসরি ডাস্টবিনে ফেলে দেয়। এ ধরনের কাজ আমাদের এখন থেকেই বন্ধ করতে হবে। ন্যাপকিন সবসময় ব্যবহারের পর কাগজে মুড়ে ফেলতে হবে। তা না হলে জীবাণু ছড়িয়ে যেতে পারে এবং যে কেউ সংক্রমিত হতে পারে। এ ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে।’

মতবিনিময় সভা শেষে বারসিকের উদ্যোগে ৩০ জন কিশোরীর মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়।

happy wheels 2

Comments