পশুপালন ও শাকসবজি আবাদ করে স্বাবলম্বী ছালেহা বেগম

চাঁপাইনবাবগন্জ থেকে রানহান কবির রঞ্জু

সম্প্রতি চাঁপাইনবাবগন্জ জেলা নাচোল উপজেলা কসবা ইউনিয়ন খড়িবোনা গ্রামের নারী কৃষক ছালেহা বেগম (৩৬)। তিনি ২০১০ সালে একটি দেশি জাতের ছাগল পালন শুরু করেন। তৃতীয় বছরের মাথায় থেকে ছাগল বিক্রি শুরু করেন। এভাবে প্রতিবছর তিনি ২০ থেকে ২৫ হাজার টাকা লাভ করেন ছাগল বিক্রি করে।

ছাগলের বিক্রি টাকা জমিতে ছালেহা ২০১৪ সালে একটি গরু ক্রয় করেন এবং ছাগল ও গরু ছাড়াও মুরগি ও হাঁস পালন করতে শুরু করেন। তিনি বর্তমানে ১২টি ছাগল, ৪টি গরু ১০টি মুরগি, ৮টি পাতিহাঁস এবং ৬টি রাজ হাঁসের মালিক। এসব পশুসম্পদের ডিম ও মাংস বিক্রি করে তিনি ভালোভাবেই পরিবার চালাতে সক্ষম হন।

গবাদি পশুপালন ছাড়াও তিনি বাড়ির উঠানে শাকসবজি চাষ করেন। পশুপালন শাকসবজি আবাদসহ ছালেহা বেগম বছরে ৪০ থেকে ৫০ হাজার টাকা আয় করেন বলে জানান।

এসব আয় দিয়ে তিনি ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ যোগান দেন। অথচ পশুপালনের আগে তাঁর সংসারে সবসময় অভাব, অনটন লেগেই থাকতো। ২০১০ পশুপালন এবং ২০১৫ সালে বারসিক’র সাথে পরিচয় হওয়ার পর বাড়ির পাশে শাকসবজি চাষ শুরু করেন। এ কাজ করেই অভাব দূর করতে পেরেছেন বলে তিনি জানান।

happy wheels 2

Comments