সাম্প্রতিক পোস্ট

এ সব গাছ আমাগো খুব দরকার

সিংগাইর, মানিকগঞ্জ থেকে বিউটি সরকার

সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়নের বায়রা থেকে গাড়াদিয়া প্রধান সড়ক পর্যন্ত প্রায় অর্ধ কিলোমিটার রাস্তার দু’ধারে সম্প্রতি ২০০টি তাল বীজ রোপণ করেছেন বায়রা গ্রামের কৃষাণি ও শিক্ষার্থীরা। প্রাকৃতিক দুর্যোগ বিশেষ করে বজ্রপাতের মত প্রাণহানিকর দুর্ঘটনা থেকে নিজে এবং এলাকার মানুষকে বাঁচানোর জন্য বায়রা কৃষক কৃষাণি সংগঠনের নারী সদস্যরা এ উদ্যোগ গ্রহণ করেন বলে তারা জানান।

33 (1)
এই প্রসঙ্গে কৃষক সংগঠনের সভাপতি রোকেয়া বেগম বলেন, ‘এক সময় তাল ও খেজুর আমাগো বাংলাদেশের সব হানে (সব জায়গায়) ছিল। মানুষ নিজেগো ঘরবাড়ি তৈয়ার এবং ইট ভাটার কাছে বিক্রি করুনের কারণে এহন আর কোন হানে তাল, খেজুর গাছ নাই। যে কারণে কোন জায়গায় ঠাটা পড়লে তা মানুষের উপরই বেশি পড়ে। তাছাড়া তাল ও খেজুর গাছের নানা গুণ আছে। আমরা এ সব গাছ থেইক্যা রস ও গুড় পাই। তালের শাস খুব মজা লাগে। খেজুর পাতা দিয়া পাটি বানানো যায়। এ সব গাছ আমাগো খুব দরকার।’ কৃষাণি সাফিয়া বেগম বলেন, ‘এ উদ্যোগ ধারাবাহিকভাবে চলতে থাকবে। আমরা প্রতিবছরই তাল ও খেজুর বীজ রোপণ করবো।’

23
নিজেদের দায়িত্ববোধ থেকেই নারী ও শিক্ষার্থীরা পরিবেশ রক্ষার জন্য নিয়মিত কাজ করে চলেছে। গতবছর তারা অন্য একটি রাস্তায় তাল ও খেজুর বীজ রোপণ করেছিলেন। তাদের ভাষ্যমতে, ‘প্রতিবছর আমরা ভিন্ন ভিন্ন রাস্তা চিহ্নিত করবো এবং সেখানে এসব গাছ রোপণ করবো।’

আসলে এই পৃথিবীতে বাঁচতে হলে পরিবেশ রক্ষার বিকল্প নাই। আর এ কাজ কোন একক ব্যক্তির না। এ কাজ সকলের। তাই নিজেদের ভালোভাবে ও নিরাপদের বেঁচে থাকার জন্য সকলের একযোগে কাজ করা দরকার বলে মনে করছেন এ বায়রা কৃষক কৃষাণি সংগঠনটি।

happy wheels 2

Comments