নারীরা আয়মূলক কাজে আরও সম্পৃক্ত হোক

মানিকগঞ্জ থেকে ঋতু রবি দাস
গত বছরের ডিসেম্বর মাসে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক ‘চর বেউথা নারী উন্নয়ন সমিতি’ সংগঠনের ৩০ জন নারী ৬ দিনের সেলাই প্রশিক্ষণ নেন। আজ (২৬ জানুয়ারি, ২০২২) অংশগ্রহণকারী ওই ৩০ নারীদের সনদ ও ভাতা প্রদান করেছে যুব উন্নয়ন অধিদপ্তর। সনদ এবং ভাতা প্রদানকালে উপস্থিত ছিলেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা শফী আহমেদ, অফিস সহায়ক সাইফুল ইসলাম এবং বারসিক কর্মী মাঠ সহায়ক ঋতু রবি দাস।

অনুষ্ঠানে যুব উন্নয়ন কর্মকর্তা শফী আহমেদ বলেন, ‘নারীদের ক্ষমতায়নের জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক পরিচালিত সেলাই প্রশিক্ষণে যে শিক্ষা দেওয়া হয়েছে সেটা যদি চর্চা করেন তবে ভবিষ্যতে আরোও শিখতে পারবেন। সরকার চায় নারীরাও আয়মূলক কাজে আরও বেশি করে সম্পৃক্ত হোক।’ তিনি আরও বলেন, সরকার ব্যবসার জন্য ঋণ প্রদান করে। যারা ঋণ নিতে চান তারা এই সার্টিফিকেট নিয়ে যাবেন। কারণ এটা ছাড়া কোন প্রকার ঋণ নিতে পারবেন না।’


তিনি জানান, নারীরা আজ যে সনদ পেয়েছেন সেটি তাদের অনেক কাজে আসবে ভবিষ্যতে। এই সনদ দিয়ে নতুন কোন প্রকল্পে যুবরা চাকরির জন্য আবেদন করতে পারবেন।
মাঠ সহায়ক ঋতু রবি দাস বলেন, ‘বারসিক’র কাজ হলো সরকারি কর্মকর্তা, কর্মচারীদের সাথে এলাকার মানুষেদের যোগাযোগ করিয়ে দেওয়া। এখন যে কোন প্রয়োজনে নিজেরাই এখন উদ্যোগ নিতে পারবেন।’

happy wheels 2

Comments