জাতীয় পরিবেশ পদক পেলো বারসিক
বারসিকনিউজ ডেস্ক
জাতীয় পরিবেশ পদক পেল বারসিক। বারসিক আজ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন সেন্টারে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান সাংসদ সাবের হোসেন চৌধুরীর কাছ থেকে জাতীয় পরিবেশ পদক গ্রহণ করেছে। আন্তর্জাতিক পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালায় প্রধান অতিথি হিসেবে অনলাইনে উপস্থিত ছিলেন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালায়ের মাননীয় মন্ত্রী শাহাব উদ্দিন এমপি, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালায়ের উপমন্ত্রী হাবিবুন নাহার, এমপি, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালায়ের সচিব ড. ফারহিনা আহমেদ এবং পরিবেশ অধিদপ্তরের ডিজিসহ অন্যান্য উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা, সাংবাদিক, উন্নয়ন কর্মী, অন্যান্য পেশাজীবী উপস্থিত ছিলেন।
পরিবেশ বিষয়ক শিক্ষা ও প্রচারে অবদান রাখার জন্য বারসিককে জাতীয় পরিবেশ পদক-২০২১ প্রদান করেছে সরকার।
উল্লেখ্য যে, বারসিক ঢাকার অঞ্চলের সব কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং বারসিক’র এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখেন।