স্থানীয় মাছের বাস্তুতন্ত্রের সুস্থ পরিবেশ টিকিয়ে রাখতে হবে
উপকূল থেকে গাজী আল ইমরান
সাতক্ষীরার শ্যামনগরে স্থানীয় মাছ সংরক্ষণে আলোচনা সভা ও স্মারকলিপি প্রদান করেছে বিভিন্ন সংগঠন। বুধবার (২৭ জুলাই) সকাল ১০ টায় শ্যামনগর উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে উপজেলা জনসংঠন সমন্বয় কমিটির সভাপতি শেখ সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে উপজেলা মৎস্য অফিসার তুষার মজুমদার এর উপস্থিতিতে আলোচনা সভা এবং মৎস্য অফিসার এর নিকট স্মারকলিপি প্রদান করেন জনসংঠন সমন্বয় কমিটি,নাগরিক সুরক্ষা কমিটি এবং স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও ইয়ুথ টিমের সদস্যবৃন্দ।
এসময় তারা বলেন, জলবায়ু পরিবর্তন, উপকূলে লবনাক্ততা বৃদ্ধিসহ বিভিন্ন কারণে উপকূলের বিভিন প্রজাতির স্থানীয় মাছ বিলুপ্ত হওয়ার পথে। আমাদের উপকূলীয় বিভিন্ন মাছের বাস্তুতন্ত্রের সুস্থ পরিবেশ টিকিয়ে রাখতে এবং স্থানীয় মাছের বংশ বিস্তারে বর্তমান সময়ে খাল বিলে মা মাছ আহরণ বন্ধ করা খুবই গুরুত্বপূর্ণ। উপকূলীয় অঞ্চলের বিভিন্ন মাছকে চিরতরে বিলুপ্তির হাত থেকে রক্ষা করতে আষাঢ়-শ্রাবণের বৃষ্টির পানির স্রোতে বিভিন্ন পুকুর সহ জলাশয় থেকে বিলে উঠে আসা বিভিন্ন ধরনের স্থানীয় মাছ ধরা বন্ধ নিশ্চিত করতে হবে। সেজন্য অনতিবিলম্বে সংশ্লিষ্ট সবাইকে একত্রে কাজ করতে হবে ‘ তারা আরও বলেন, ‘আমরা লক্ষ্য করেছি বিভিন্ন বিলে বিকাল গড়িয়ে সন্ধ্যা থেকেই লাইট এবং মাছ ধরার বিভিন্ন সরঞ্জামাদি নিয়ে বিভিন্ন বিলজুড়ে স্থানীয় জাতের মা মাছ ধরার প্রতিযোগিতায় নেমে পড়েন মাছ শিকারিরা। স্থানীয় জনগোষ্ঠী হিসাবে আমরা তাদের সচেতন করলেও আমাদের কথা শুনতে তারা নারাজ। এমতাবস্তায় আপনার দপ্তরসহ স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে প্রতিটি ইউনিয়নে ব্যাপক প্রচার প্রচারণার মাধ্যমে মৎস্য শিকারিদের নিরুৎসাহিত করা যেতে পারে।অতএব, জনাবের নিকট অনুরোধ যাহাতে আপনার মাধ্যমে এলাকার স্থানীয় মাছ সংরক্ষণ করা যায় সে বিষয়ে মৎস্য কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা জনসংগঠন সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক কুমুদ রঞ্জন গায়েন, সিডিও ইয়ুথ টিমের আনিসুর রহমান মিলন, কৃষক নজরুল ইসলাম, পানখালি গুচ্ছগ্রাম কমিটির সভাপতি মোমিনুর রহমান, ইউপি সদস্য বনশ্রী মন্ডল, এস এস টির রাইসুল ইসলাম সহ বারসিকের কর্মকর্তাবৃন্দ।