শংকরায়ণের মাধ্যমে আমরা এলাকা উপযোগী ধান নির্বাচন করি
ঘিওর, মানিকগঞ্জ থেকে সুবীর কুমার সরকার
বন্যা, খরা, কুয়াশা, অতিবৃষ্টিতে মানিকগঞ্জের ঘিওর উপজেলায় নানাবিধ সমস্যা নিয়ে কৃষকগণ কৃষি আবাদে নানা প্রতিকুলতার সন্মূখীন হন। জলবায়ু পরিবর্তনের কারণে কখনো কুয়াশা, অতি তাপমাত্রা, খরা, অতিবৃষ্টি চাষাবাদে ব্যাপক ক্ষতি করে। এসকল সমস্যা মোকাবেলায় কৃষক প্রাকৃতিক পরিবেশ উপযোগী সম্পদ কাজে লাগানোর মাধ্যমে ফসল উৎপাদন করে থাকেন। এই পরিপ্রেক্ষিতে মানিকগঞ্জ সদরের ধলাই কৃষক সংঘের উদ্যোগে ও বারসিক সহযোগিতায় কৃষকদের চাষাবাদের অভিজ্ঞতা ও জ্ঞান দিয়ে এলাকা উপযোগি ধানের জাত উন্নয়নে বোরো মৌসুমে ব্রিডিং প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রতি। অভিজ্ঞ কৃষকরা মনে করেন ব্রিডিং প্রশিক্ষণের মাধ্যমে বোরো মৌসুমে ধানের জাত উন্নয়নে সহায়ক হবে।
ধানের জাত উন্নয়নে ব্রিডিং প্রশিক্ষণে মানিকগঞ্জ সদর উপজেলার ধলাই গ্রামের অভিজ্ঞ কৃষক মো: মনোয়ার হোসেন বলেন, ‘ব্রিডিং এর মাধ্যমে আমরা এলাকা উপযোগি ধানের জাত উন্নয়নে কাজ করছি। বর্তমানে বোরো মৌসুমে আমাদের কাছে যে সকল ধান আছে সেগুলোর উৎপাদন ধীরে ধীরে কমে আসছে। তাই তাদের চেয়ে উন্নত বা ফলন বেশি ও বীজ সংরক্ষণ করে ধান চাষ করা যায় এমন ধান প্রয়োজন। ধান উৎপাদনে খরচ কমানোর জন্য কম পানিতে হয়, ধান গাছ ছোট হয় ও পোকার আক্রমণ কম এমন বৈশিষ্ট্যের ধানের ব্রিডিং করতেছি। আমরা অংশগ্রহণকারীগণ ব্রিডিং কাজটি আন্তরিকতার সাথে করতেছি এতে আমরা সফল হবো।’
নবগ্রাম ইউনিয়নের ধলাই গ্রামের কৃষক মোঃ সেন্টু মিয়া বলেন, ‘আমাদের এলাকায় ধান চাষ হয় দেরিতে, কারণ বোরো মৌসুমে ধান চাষ করার আগে সরিষা চাষ করি। আর দেরিতে ধান চাষ করায় ঝড়, বৃষ্টিতে ফলন কম হয়। আমরা কৃষক পর্যায়ে ধানের জাত উন্নয়নে অভিজ্ঞ কৃষকদের অংশগ্রহণে ধানের ব্রিডিং করতেছি। ব্রিডিং এর মাধ্যমে স্থানীয় জাতের ধানের উন্নয়নে সহায়ক হবে। আমরা এলাকা উপযোগী ও কম খরচে বেশি উৎপাদনের জন্য ব্রিডিং করছি। কাজটি করতে আমাদের ভালো লাগে এবং আমরা সফল হলে আমাদের সংগঠন ও দেশ আরো শক্তিশালী হবে।’
বারসিক’র আঞ্চলিক সমন্বয়কারী বিমল রায় বলেন, ‘কৃষক পর্যায়ে ব্রিডিং করার মাধ্যমে স্থানীয় ধানের জাতের উন্নয়ন হবে। কৃষকগণ নিজ নিজ এলাকা উপযোগি ধানের জাত পাবে। অভিজ্ঞ কৃষক ব্রিডিং করার মাধ্যমে অন্যান্য কৃষকদের মধ্যেও আগ্রহ সৃষ্টি হচ্ছে। কৃষক পর্যায়ে তথ্য আদান প্রদানের মাধ্যমে স্থায়িত্বশীল কৃষি চর্চা বৃদ্ধি পাবে। স্থানীয় কৃষক সংঘ ও কৃষকদের অংশগ্রহণে ধান চাষে বৈচিত্র্য বৃদ্ধি ও কম খরচে চাষাবাদে সহায়ক হবে।’
কৃষকদের অংশগ্রহণে ব্রিডিং করায় বোরো মৌসুমে এলাকা উপযোগি ও ধানের জাত উন্নয়নে সহায়ক হবে। কৃষকগণ তাদের অভিজ্ঞতা ও জ্ঞান প্রদানের মাধ্যমে ব্রিডিং প্রশিক্ষণটি সম্পন্ন করেছেন।